/indian-express-bangla/media/media_files/2025/10/26/ritwick-2025-10-26-17-11-28.png)
যা যা শোনালেন ঋত্বিক?
Ritwick Chakraborty Family: যেকোনও মানুষের ক্ষেত্রেই কিন্তু রান্নাবান্না বিষয়টা খুব আবেগের। ছোট থেকে মানুষ মায়ের হাতের রান্না খেয়েই বড় হয়। সেই টেস্ট জ্বিভে লেগে থাকে সকলের। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর কাছেও মায়ের রান্নাটা ভীষণ কাছের। রান্নাবাটি আসছে। তাঁর আগেই নিজের ছোটবেলায় খাওয়া রান্না নিয়ে কী গল্প শোনালেন তিনি?
সাধারণত সমাজ মাধ্যমে বেশ কাটাকাটা কথা বলেন তিনি। এবং সরকার পক্ষের ভুল দেখলেও তাঁকে নানা মন্তব্য করতে দেখা যায়। তিনি বারবার আলোচনায় আসেন নানা কারণে। আর এবার, দেখা যাচ্ছে প্রথমবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কিছু তিনি বললেন। আর তাতেই বেশ খোশমেজাজে দেখা গেল তাঁকে। তাঁর পরিবার এবং মায়ের রান্না নিয়ে কী বলছেন তিনি?
Satish Shah Death: 'এমন মানুষ আজকাল জন্মায় না', সতীশের মৃত্যুতে স্মৃতিতে ডুব অনুপমের
ঋত্বিক জানান, তাঁর মা নাকি অসাধারণ রান্না করতেন। অভিনেতাকে বলতে শোনা গেল আমার মা দারুণ রান্না করতেন। আসলে, আমার মামারবাড়ি শান্তিপুরের। মা নিরামিষ রান্না দারুণ করতেন। তাঁরা বৈষ্ণব বাড়ির মানুষ আর কি। তাই ঐ এদেশি নিরামিষ রান্নার দক্ষতা মায়ের ছিল। আর তাঁর বাবা? বাবাদের রান্না কিন্তু সবসময়-ই খুব অর্থ রাখে ছেলেমেয়েদের কাছে। বাবা রান্না করা মানেই ছেলেমেয়েদের কাছে অন্যরকম আনন্দ। ঋত্বিকের কাছেও তাই। অভিনেতা বলছেন...
শেষ দুই সপ্তাহে বলিউডে নেমে এল নীরবতা, একের পর এক প্রিয় মুখ হারাচ্ছে ইন্ডাস্ট্রি
"বাবা রান্না করতেন স্পেশ্যাল দিনে। বিশেষ মানে উৎসবের দিনে না। কোনও কারণে মা সেদিন বাড়িতে নেই। বাবা রান্না খুব ভাল করতেন। কিন্তু সেটা একটা ছোটখাটো যুদ্ধ আর কি। বাবা অফিসে যেতে পারবেন না। এমনকি, নিজে খাবারটা খেতেও পারতেন না। আসলে মায়েদের রান্নার একটা অদ্ভুত গোছ থাকে। কিন্তু বাবারা রান্না করতে গেলে, রান্না ঘরের যা রান্না হয়, সেটা ভয়ঙ্কর।
কিন্তু নিজে কি রাঁধতে পারেন?
ঋত্বিক সোজাসুজি বলেন, যখন বাড়ির বাইরে থাকতাম তখন রান্নাবান্না করতাম। কিন্তু কত ভাল সেটা জানি না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us