Ritwick on Dada: কেউ বলছেন গুরু গ্রেগ চ্যাপেল আগেই চিনেছিলেন সৌরভকে। আবার কেউ বলছেন, ছোটবেলায় চ্যাপেলকে গালাগাল দিয়ে ভুল করেছিলাম। সৌরভ গঙ্গোপাধ্যায় এর মন্তব্যের পর আওয়াজ তুলেছেন স্বস্তিকা থেকে মানসী সিনহা অনেকেই।
সৌরভ গঙ্গোপাধ্যায় ধান্দাবাজ! বাংলার মহারাজকে চিনতে ভুল করেছিলেন এখানকার মানুষ? সৌরভের আর জি করের নিন্দনীয় ন্যক্কারজনক ঘটনাকে কেবল একটি সাধারণ ঘটনা হিসেবে বর্ণনা করায় রেগে আগুন বেশিরভাগ। সমাজ মাধ্যমের পাতায় ঘুরছে নানা মিম।
Advertisment
কেউ বলছেন গুরু গ্রেগ চ্যাপেল আগেই চিনেছিলেন সৌরভকে। আবার কেউ বলছেন, ছোটবেলায় চ্যাপেলকে গালাগাল দিয়ে ভুল করেছিলাম। সৌরভ গঙ্গোপাধ্যায় এর মন্তব্যের পর আওয়াজ তুলেছেন স্বস্তিকা থেকে মানসী সিনহা অনেকেই। বাংলার মানুষের কি তবে সত্যিই অনেক বড় ভুল হয়ে গেল? বেহালার ছেলেটাকে নিয়ে অনেক উত্তেজনা ছিল মানুষের। আশা করেছিলেন এক মেয়ের বাবা হিসেবে তিনি পথে নামবেন, দাঁড়াবেন সকলের পাশে।
খামোকা এতবছর মানুষ তাঁর নামের ভুল ভাবনা নিয়েই কি তবে বড় হলেন। সৌরভ অর্থাৎ বাংলার গৌরব, এই ধারণা আজ ফিকে। একদিকে, সাধারণ মানুষ যখন রেগে আগুন, তখন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সোজা বুঝিয়ে দিলেন, বাংলার মানুষের কোথায় ভুল হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় হিউমারের সুরে লিখলেন...
"শুনলাম সেই চা-দোকানের অদৃশ্য দার্শনিক লোকটার গলা বলছে-আরে নামটাই তো এমন! নামে গৌরবের সঙ্গে অন্তমিল ছিল বলে সবাই বাঙালির গৌরব বলে। জানিস না বাঙালি ছড়া কাটতে ভালোবাসে?" বাঙালির আবেগে তালা লাগিয়ে দিলেন অভিনেতা। এমনিও, তাঁরা ক্ষেপে আগুন।
উল্লেখ্য, অভিনেতা গতকাল মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রীর মিছিল দেখেও। সেখানে তারকা সাংসদদের হাঁটতে দেখে ঋত্বিক বলেছিলেন, "পায়ে পায়ে হাতের পুতুল।" আর এবার, আওয়াজ তুলেছেন সৌরভের বিপক্ষেও।