Advertisment
Presenting Partner
Desktop GIF

Ritwick Chakraborty-RG kar: 'পায়ে পায়ে হাতের পুতুল..', মিছিলে কারা এমন হাঁটলেন? বিস্ফোরক ঋত্বিক

RG Kar Rape case: অভিনেতাদের অনেকেই আগেই রাস্তায় নেমেছেন। তারা তীব্র কন্ঠে প্রতিবাদ জানিয়েছেন। শোনা যাচ্ছে, আগামীকাল ডার্বি বাতিল হলেও প্রতিবাদে জড়ো হতে পারেন তাঁরা। গতকাল, মুখ্যমন্ত্রী পথে নেমেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ritwick Chakraborty shared a post on mamata banerjee rally RG kar medical College rape case

হাসতে হাসতেই কী বললেন তিনি?

আর জি কর কাণ্ডে আওয়াজ তুলেছেন সাধারণ মানুষ থেকে টলিপাড়ার বেশিরভাগ। রোজই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। আগামীকাল বাতিল করা হয়েছে ডার্বি। তার পাশাপাশি, হতে চলেছে চলচ্চিত্র পরিবারের মিছিল।

Advertisment

অভিনেতাদের অনেকেই আগেই রাস্তায় নেমেছেন। তারা তীব্র কন্ঠে প্রতিবাদ জানিয়েছেন। শোনা যাচ্ছে, আগামীকাল ডার্বি বাতিল হলেও প্রতিবাদে জড়ো হতে পারেন তাঁরা। গতকাল, মুখ্যমন্ত্রী পথে নেমেছিলেন। তাঁর পাশাপাশি, রাজপথে দেখা গিয়েছে নব্য নির্বাচিত সাংসদ রচনা, সায়নী ঘোষ এবং জুন মালিয়াদের। সেই নিয়েও শুরু হয় আলোচনা।

যারা এতদিন চুপ ছিলেন, তাঁদের রাস্তায় নামতে দেখে আওয়াজ তুলেছিলেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে পথে নামেন। কিন্তু, এই নিয়ে জলঘোলা কম হয়নি। বরং, রাজনীতির রং না লাগিয়েই, রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা। আর গতকালের প্রতিবাদকে উল্লেখ করেই ঋত্বিক এবার কলম ধরলেন।

Ritwick Chakraborty shared a post on mamata banerjee rally RG kar medical College rape case<br />
কী বলছেন ঋত্বিক?

সমাজ মাধ্যমের পাতায় তিনি লিখলেন, "একটা হ্যান্ড পাপেট নিয়ে মাঝে-মাঝে ভিডিও করি নাম দিই হাতের বাইরে হাতের পুতুল। কাল একটা মিছিলে দেখলাম পায়ে পায়ে হাতের পুতুল..." তাঁর বক্তব্যে এটুকু পরিষ্কার যে কাদের উল্লেখ করেছেন তিনি। একেই শেষ কিছুদিন ধরে, রচনা বন্দোপাধ্যায় রোষানলে। তিনি চোখে গ্লিসারিন ঢেলে কাঁদছেন, এমনটাও শোনা যাচ্ছে। সারাদেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ।

উল্লেখ্য, আরজি করের প্রতিবাদে কেঁপে উঠেছে গোটা দেশ। নানা পেশার নানা মানুষ আওয়াজ তুলেছেন। মেয়েদের সঙ্গে হতে থাকা অন্যায়, আর মেনে নেওয়া যাচ্ছে না, সেকারণেই বাঁধ ভেঙে গর্জে উঠেছেন বেশিরভাগ।

Mamata Banerjee tollywood Ritwick Chakraborty Entertainment News RG Kar Medical College
Advertisment