Advertisment

ঋত্বিক-পুত্র ঋতবান সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি, খবর দিলেন ভাগ্নে পরমব্রত

Ritwik-Parambrata: রাজ্য সরকারকে সাধুবাদ জানালেন অভিনেতা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ritwick ghotok son ritoban admitted in psychiatric ward, Parambrata pays a visit

ঋত্বিক ঘটকের পুত্র ঋতবানের সঙ্গে পরম

বিয়ের পর থেকে তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। এবার, তিনি সরকারের হয়ে গলা চড়ালেন। মামা ঋতবানের সঙ্গে দেখা করতে গিয়েই তিনি এতদিনের নানা কথা মন খুলে বললেন পরম।

Advertisment

পরমব্রতর ( Parambrata Chatterjee ) মামা, শ্রী ঋতবান ঘটক (Ritaban Ghatak )। যিনি আসলে ঋত্বিক ঘটকের ( Ritwik Ghatak ) পুত্র। বিখ্যাত এবং বিশ্ববরেণ্য ঋত্বিক সাহেবের পুত্র তিনি। তাঁকে দেখতেই sskm হসপিটালে গিয়েছেন পরম। এবং অভিনেতা, সেখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ। যারা প্রতিনিয়ত, তাঁর মামার খেয়াল রাখছেন তাদের উদ্দেশ্যে পরম বললেন...

"উনি আমার মামা। ঋতবান ঘটক, ঋত্বিক ঘটকের পুত্র। শেষ দশবছর ধরে, সাইকিয়াট্রিক কেয়ারের পেশেন্ট উনি। আমার পরিবার এবং রাজ্য সরকারের সহায়তায় আজ এতদিন উনার ট্রিটমেন্ট হচ্ছে। আমরা সেই কারণে আপ্লুত।" আজ, বলছি যে...

আরও পড়ুন - মুখ দিয়ে অশ্রাব্য গালাগাল! স্টেজে উঠে মেজাজ গরম, শিশুকেই আক্রমণ করে বসলেন নচিকেতা

"প্রতিবছর দুর্গা পূজা এবং ক্রিসমাসের সময় উনার সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া হয়। উনার পাশাপাশি আজ তাঁদের সঙ্গে ছবি তুললাম যারা উনার খেয়াল রাখে। এখানকার পুরুষ ও মহিলা সকলেই বেশ ভাল যারা উনাকে ভিসিট করে। লোকনাথ, অনিমা, তাহের, দিপালী এবং অন্যরা যারা এই ছবিতে নেই। বিশেষ করে আখতার, কারণ ও ছবি তুলছিল। পুজোর মতোই বলছি চারপাশে আলো হোক।"

অভিনেতার মামা এবং ঋত্বিকের সন্তান বলে নয় রাজ্য সরকারের তরফে এর আগেও অনেককে সুযোগ সুবিধা, চিকিৎসার নানা প্রয়োজনে সাহায্য করা হয়েছে। এদিকে, ঋত্বিক সাহেবের সন্তান তিনি সাইকিয়াট্রিক ওয়ার্ডে, একথা শুনে অনেকেই মর্মাহত। তাঁরা কেউ বলছেন, এই খবরটা জানতাম না। আবার কারওর কথায়, উনি সুস্থ আছেন হয়তো।

tollywood parambarata chatterjee Entertainment News
Advertisment