Bengali Cinema: কিংবদন্তী পরিচালকের প্রস্তাব শুনেই অঝোরে কেঁদে ফেলেন আরতি মুখোপাধ্যায়! কেন?

Ritwik Ghatak - Arati Mukherjee: হঠাৎ করেই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ঋত্বিক সাহেব, আর আরতি...

Ritwik Ghatak - Arati Mukherjee: হঠাৎ করেই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ঋত্বিক সাহেব, আর আরতি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arati mukherjee, ritwik ghatak, arati ritwik news

Arati Mukherjee: কী এমন প্রস্তাব পেয়েছিলেন তিনি?

একজন গায়িকার পক্ষে কি অভিনয় করা সম্ভব? বর্তমান পরিস্থিতিতে বিচার করলে অবশ্যই, কিন্তু একটা সময় একেবারেই বিষয়টা ভাবনা চিন্তাও করা যেত না। তাই তো আরতি মুখোপাধ্যায়ের ( Arati Mukherjee ) কাছে সুযোগ যেতেই...

Advertisment

তিনি তখন স্বর্ণযুগের গায়িকা। বাংলা ছবিতে তখন তাঁর গান মানেই এক মিষ্টি সুরের জালে ভাসতো সকলে। কিন্তু, যেমন সুন্দর গাইতেন তিনি, তেমনই তাঁকে দেখতে সুন্দর ছিল। তাই তো, গানের পাশাপশি তিনি পেয়েছিলেন অভিনয়ের প্রস্তাব। আর সেই শুনেই যা কান্ড ঘটিয়েছিলেন তিনি!

প্রায় ১৫ হাজার গান গেয়েছেন তিনি। একদিন কিংবদন্তি পরিচালকের কাছ থেকে পেয়েছিলেন অভিনয়ের অফার। আরতিকে এক বিখ্যাত ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন পরিচালক ঋত্বিক ঘটক ( Ritwik Ghatak )। পরিচালক সুবর্নরেখা  ( SubarnaRekha ) ছবির জন্য, আরতিকে অফার দিয়েছিলেন। আর এই অফার শুনেই চমকে ওঠেন আরতি।

Advertisment

আরও পড়ুন - Parambrata Chatterjee: ‘চুমু খাওয়াটা হয়তো বা…’, আজও ‘প্রাক্তন’ স্বস্তিকা-ইকাদের নেশায় বুঁদ পরমব্রত! কিন্তু কেন?

একই সঙ্গে ছবিতে গান এবং অভিনয়ের সুযোগ পেলেও সেই বিষয়টি সহজে হজম হয়নি তাঁর। বরং ঋত্বিক সাহেবের অনুরোধ শুনেও ভয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। এমনও নাকি বলেছিলেন, তিনি শুধু গানটাই পারেন, অভিনয় নয়। ফিরিয়ে ছিলেন প্রস্তাব। যদিও, তিনি যে কেঁদে ফেলবেন এমনটা আশা করেননি বিশ্ববরেণ্য পরিচালক।

উল্লেখ্য, শিল্পী প্রায় ৮২ ছুঁইছুঁই! বহুবছর আগে একবার সারেগামাপার মঞ্চে এসেছিলেন তিনি। কিন্তু, তারপর থেকে আর তাঁকে দেখা যায়নি। বর্ষীয়ান শিল্পীদের তালিকায় আরতি মুখোপাধ্যায়ের নাম না করলেই নয়।

tollywood Entertainment News arati mukherjee Ritwik Ghatak