New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/17/q3dlRDEktBF18BCkB5Ey.jpg)
Riva Arora: কে এই রিভা? কী করলেন তিনি? Photograph: (Instagram)
Riva Arora: কে এই রিভা? কী করলেন তিনি? Photograph: (Instagram)
মহা কুম্ভতে যেতে আদৌ কেউ বাকি থেকেছেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। তারকাদের অনেকেই গিয়েছেন সেখানে। এমনকি, কেউ কেউ যে ডুব লাগানোর নামে কেবল ফ্যাশন করে গিয়েছেন, সেকথাও না বললেই নয়। তারকারা যারা গিয়েছেন, অত্যন্ত ভদ্র পোশাকেই শাহী স্নান সেরেছেন। তবে, এবার আরেক সোশ্যাল মিডিয়া তারকা শাড়ি পড়লেও...
পরনে কমলা হলুদ রঙের শাড়ি, হাতে রুদ্রাক্ষের মালা, সেজেগুজে মহা কুম্ভতে গিয়েছেন রিভা অরোরা। আর এই সোশ্যাল মিডিয়া তারকা বেশ জনপ্রিয়। তিনি কিছুদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন, বেশ কিছু সমস্যার কারণে। তিনি নেচে গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন। তবে, এবার গিয়েছেন কুম্ভতে। সেখানে গিয়ে, তিনি যা কান্ড করেছেন তাতে করে অনেকেই সমালোচনার শিকার হয়েছেন। সেখান থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি।
কোথাও হাত জোড় করে মাথার উপর তুলে প্রনামের পোজ দিয়েছেন, আবার কোথাও হাসিমুখে জল ঢেলে সমালোচনার শিকার হয়েছেন। একেই তাঁর বয়স নিয়ে নানা আলোচনা শোনা যায়। কেউ বলেন তাঁর ১৭ বছর বয়স আবার কেউ বলেন ১৫। কিন্তু, প্রয়োগে গিয়ে আদৌ তিনি পূণ্য অর্জন করছেন নাকি ধর্মের নিয়ম নীতি পালন করছেন, এই নিয়ে বেশিরভাগ সন্দেহ প্রকাশ করেছেন। সাজগোজের কমতি নেই, শুধু নিয়মের ক্ষেত্রে এহেন কান্ড কেন? প্রশ্ন তুলেছেন তাঁরা।
কুম্ভতে দাঁড়িয়ে ভেজা শরীর দেখিয়েই রোষানলে অভিনেত্রী। কেউ বললেন, গঙ্গায় কি শরীর দেখাতে গিয়েছিলেন নাকি সাধুর ধ্যান ভঙ্গ করতে? আবার কেউ বলছেন, ভক্তি তো দেখাই যাচ্ছে না। ইনস্টার বুকে মনে হয় রিলস বানাতে গিয়েছিল। আবার কেউ বললেন, এসব জায়গাতেও এহেন আচরণ? উল্লেখ্য, বেশিরভাগ মানুষ এমনও মন্তব্য করেছেন তাঁর এই আচরণ দেখে, যেগুলি শব্দে প্রকাশ করা সম্ভব না।
সূত্র বলছে, তিনি আচার্য বিনোদজির আশ্রমে ছিলেন। এবং যাওয়ার পথে, যে বিরাট ট্রাফিকের মধ্যে পড়েছেন তাতে তাঁর মন ভেঙেছে একথাও জানিয়েছেন তিনি। এই অভিনেত্রী উরি ছবির মাধ্যমে নিজের ফিল্মি কেরিয়ারের শুরু করেন। তাঁর সঙ্গে সঙ্গে অনেক ছবিতেই দেখা গিয়েছে তাঁকে।