Hero Alom-Riya Moni Romance: রথযাত্রার দিন যখন চারিদিকে উৎসবের মরশুম তখন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল জনপ্রিয় অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটার হিরো আলমকে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী, আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ ঢাকা থেকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে এক বন্ধুর বাড়ি আসেন। সেখানেই একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে গ্রাস করেছে হতাশা, আত্মহত্যার চেষ্টা হিরো আলমের
হিরো আলমের বন্ধু জাহিদ হাসান জানিয়েছেন, শুক্রবার সকালে অচেতন অবস্থায় বিছানায় শুয়ে ছিলেন। দুপুর ১২টা নাগাদ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অসুস্থতার খবর পেয়ে ছুটে আসেন রিয়া মনি।
সেবা শুশ্রূষা করে হিরো আলমক সুস্থ করে তুলেছেন রিয়া মনি। পুরনো বিদ্বেষ ভুলে স্বামীর সঙ্গেই থাকবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ। সোশ্যাল মিডিয়ায় হিরো আলমের সঙ্গে লাভিডভি মুহূর্তের রিল ভিডিও শেয়ার করেছেন। যেখানে প্রেমের সাগরে ভাসছেন হিরো আলম ও রিয়া মনি। কখনও একসঙ্গে হাত ধরে সমুদ্রের ধারে ছুটছেন তো কখনও আবার ঝাপ দিচ্ছেন ঢেউয়ের মাঝে। প্রেমে গদগদ হিরো আলমের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে রিয়া মনি লিখেছেন, 'একটা সম্পর্ক ভেঙে দেওয়া খুব সহজ, কিন্তু একটি সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। ভালবাসার অপর নাম হয় যদি ভাল রাখা তবে আমি তোমাকে ভাল রাখতে চাই।'
এই পোস্ট থেকে স্পষ্ট হিরো আলমের সম্পূর্ণ খেয়াল রাখার দায়িত্ব নিজের কাঁধে নিলেন রিয়া মনি। সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে হিরো আলমের হেলথ আপডেটও শেয়ার করেছিলেন। নিজের হাতে খাইয়ে দিচ্ছেন রিয়া মনি। ছবি পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ রয়েছেন হিরো আলম। জীবন যুদ্ধে যারা জয়ী হয়,তারাই হচ্ছে আসল যোদ্ধা। জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। অনেক কিছুর শিকার হতে হয়। বলার অনেক কিছু থাকে কিন্তু,বলা যায় না?' এই খবরে খুশি হিরো আলমের ভক্তরা।
আরও পড়ুন আত্মহত্যর চেষ্টার পর তড়িঘড়ি হাসপাতালে অভিনেতা-কনটেন্ট ক্রিয়েটার, কেমন আছেন হিরো আলম?