/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/shahid-kapoor-arjun-reddy-759.jpg)
বিজয় দেভেরাকোন্ডার জুতোয় গলাবেন শাহিদ কাপুর
আগেই জানা গিয়েছিল হিন্দিতে রিমেক হতে চলেছে তেলুগু ছবি অর্জুন রেড্ডি। সে ছবিতে অর্জুন রেড্ডির ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে বিভিন্ন গুজবও ছড়িয়েছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটেছে। জানা গেছে হিন্দি অর্জুন রেড্ডির ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কাপুর।
মুম্বই মিররের খবর অনুযায়ী, অর্জুন রেড্ডিতে অভিনয় করার জন্য সম্মত হয়েছেন শাহিদ কাপুর। তেলুগু অর্জুন রেড্ডিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় দেবেরাকোণ্ডা। তাঁর বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে। সূত্র মারফৎ জানা গেছে, অর্জুন রেড্ডির শ্যুটিং শুরু হবে জুলাই মাসে। ঠিক কোথায় কোথায় ছবির শ্যুটিং হবে তা পাকাপাকি ভাবে স্থির না হলেও, শ্যুটিং ভারতের পাশাপাশি বিদেশেও হতে চলেছে বলে জানা গেছে।
এই আধুনিক দেবদাসের মেকওভার ছবিটি দেশজুড়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে। এ ছবির কেন্দ্রীয় চরিত্র একজন ডাক্তার, যিনি প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর সেলফ-ডেস্ট্রাকটিভ হয়ে ওঠেন
অর্জুন রেড্ডি ছবিটি প্রশংসা কুড়িয়েছিল বাহুবলী পরিচালক রাজামৌলিরও। এ ছবি এমন একজন চিকিৎসকের কাহিনি, যিনি তাঁর প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর আত্মধ্বংসের পথে চলতে থাকেন।