ভারতের টম হ্যাঙ্কস আমির খান! ২০১০-এ বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। বিশ্ব সিনেমা তাঁকে চেনে টনি স্টার্ক বা আয়রন ম্যান নামেই। ২০০১ সালে বিদেশী সিনেমা বিভাগে অস্কারের চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছিল আমির খানের স্পোর্টস ড্রামা লগান। কিন্তু সেবার বসনিয়ার গৃহযুদ্ধ নিয়ে তৈরি ছবি ‘নো ম্যানস ল্যান্ড’-এর কাছে হারতে হয়েছিল ভুবনকে। অকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে লগানের শিকে না ছিঁড়লেও, বিশ্ব বন্দিত হয়েছিল সেই সিনেমা। সেই সূত্রে রবার্ট ডাউনি জুনিয়র দেখেছিলেন বলিউডের এই স্পোর্টস ড্রামা।
তারপরেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘লাগান দেখে আমার মনে হয়েছে আমির খান অনন্য। ভারতের টম হ্যাঙ্কস।প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনার জন্য ভারতের প্রতি আমার আগ্রহ বেশি। যখন সুযোগ পাব, অবশ্যই ভারতে যাব। ভারত ভাবলেই আমার সামনে বৈচিত্র আর বলিউড ভেসে ওঠে।‘
তাৎপর্যপূর্ণভাবে হ্যাঙ্কসের ফরেস্ট গাম্পের অনুকরণে আমির খান অভিনীত লাল সিং চাড্ডা মুক্তির অপেক্ষায়। তবে শুধু টনি স্টার্ক নয়, লাগান দেখে আমিরের প্রশংসা করেছিলেন জেমস গুণ। তাঁর দেখা ভারতের অন্যতম সেরা ছবির মধ্যে একটা লাগান। এভাবেই আশুতোষ গোয়ারিকর পরিচালিত সেই ছবির প্রশংসা করেছিলেন জেমস। আগামি দিনে এইচবিও এবং এ২৪-এর সিরিজে দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রকে। পুলিৎজার জয়ী ভিয়েনামিজ-মার্কিন লেখক ভিয়েত থাং গুয়েনের দা সিম্প্যাথিসাইজার উপন্যাসের ছোট পর্দার চিত্রনাট্যে বড় ভুমিকায় দেখা যাবে হলিউডের টনি স্টার্ককে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন