Advertisment
Presenting Partner
Desktop GIF

রিলিজের এক সপ্তাহ আগেই কাটাছেঁড়া, 'রকি আউর রানি' থেকে বাদ পড়ল 'মমতা দিদি'-লোকসভা

বিতর্ক এড়াতেই কাঁটাছেড়া? আর কোন কোন বিষয়ে নজর পড়ল সেন্সর বোর্ডের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rocky aur rani ki prem kahani, alia bhat, mamata banerjee, ranveer singh, khela hbe, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

আলিয়া-রণবীরের ছবি থেকে বাদ পড়ল আর কী কী?

রকি আউর রানি, অর্থাৎ আলিয়া এবং রণবীর সারাদিন প্রমোশনে ব্যস্ত। নানা রঙিন শাড়িতে আলিয়াকে দেখে মুগ্ধ দর্শকরা। অন্যদিকে, রণবীর রয়েছেন নিজের খেয়ালে। সামনের শুক্রবার ছবির রিলিজ, তার আগেই ছবিকে ছাড়পত্র দিল CBFC।

Advertisment

রিলিজের অনুমতি দিয়ে দেওয়া হল, এই ছবিকে। রকি এবং রানী কামাল করতে প্রস্তুত। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই ছবি দেখে বেজায় আনন্দিত ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। প্রায় আড়াই ঘণ্টার এই ছবিতে বেশ কিছু ছুরি কাঁচি চালিয়েছে কর্তৃপক্ষ। যেমন?

আরও পড়ুন < চার দেওয়ালের ভেতরেই গন্ডগোল! লাখ লাখ টাকার প্রতারণার শিকার কৌশিকী চক্রবর্তী >

এই ছবিতে, দেখা গিয়েছে পশ্চিমবাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু ডায়লগ। ট্রেলারে প্রকাশ পেয়েছে খেলা হবে এবং ভোটিং ইস্যু। কিন্তু ছবিতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে কিছু কথা। সেখানেই কাটাছেঁড়া করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম রয়েছে একটি ডায়লগে। এমন একটি চরিত্র যার নাম মমতা দিদি, এটুকুই রাখা হয়েছিল। তবে, রাজনৈতিক বিতর্ক এড়াতে সেটিকেও বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে অন্তর্বাস উল্লেখিত একটি জায়গাও। কিন্তু, অদ্ভুত ভাবেই খেলা হবে আগের মতোই রয়েছে।

তাঁর সঙ্গে শুনতে অবাক লাগলেও, যেই দৃশ্য নিয়ে আওয়াজ তুলেছিলেন বাংলার অনুরাগীরা, অর্থাৎ রবিঠাকুরকে আলিয়ার ঠাকুরদা ভেবে ভুল করবেন রণবীর, সেটিও আগের মতই রেখে দেওয়া হয়েছে। তবে, এই ছবি যে এই ভয়ানক সিনেমাটিক এক্সপেরিয়েন্স হতে চলেছে এই কথাও জানিয়েছেন তারা।

bollywood alia bhatt Ranveer Singh Entertainment News
Advertisment