Advertisment

আলিয়ার মুখেও 'খেলা হবে' স্লোগান! রণবীরের পরিবারকে খোলা চ্যালেঞ্জ মহেশ-তনয়ার

পশ্চিমবঙ্গ কোথায় জানেন না রণবীর! রেগে কাঁই বাঙালি প্রেমিকা আলিয়া।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
karan johar, karan johar news, Ranveer singh, alia bhatt, tum kya mile, RARKPK, yash chopra, karan johar accused, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

এ কি অবস্থা!

২৫ বছর পর ফের সম্পর্কের গল্প বলতে এলেন করণ জোহর। প্রকাশ্যে 'রকি অর রানি কি প্রেম কাহানির' ট্রেলার। তিন মিনিটের ট্রেলারে করণ কি কামাল করলেন নাকি না? ছবিতে বাঙালি চরিত্রে আলিয়া আর রণবীর রয়েছেন পাঞ্জাবির ভূমিকায়।

Advertisment

পরিবারকে নিয়ে গল্প ভাল বলেন করণ। এই ছবিতেও দুই পরিবারের মধ্যে ভাব করাতেই জেরবার রকি আর রানি। দুই পরিবারের ভাবনায় সমস্যা, একেবারেই আলাদা পরস্পরের থেকে। সেইখান থেকে দাঁড়িয়েই নিজেদের বিয়ের জন্য রাজি করাতে কী না কি করতে হয় তাঁদের। এমনকি তিনমাসের জন্য সুইচ পর্যন্ত করে গেলেন একে অন্যের বাড়িতে। তবে, টুইস্ট দিয়েছেন করণ। আলিয়া যে বাঙালি সেটি তাঁর সাজগোজ অথবা হিন্দির মাধ্যমে প্রকাশ না পেলেও ট্রেলার এনেছেন বাংলার বেশ কিছু বিষয়কে।

প্রথম, ট্রেলারে শোনা গেল পশ্চিমবাংলার নাম। দ্বিতীয় আলিয়া বলছেন 'খেলা হবে..!' যথারীতি, একথা শুনে বেশ অবাক হয়েছেন বাঙালিরা। এদিকে, আলিয়ার বাবা-মায়ের চরিত্রে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী। ট্রেলারে রবিঠাকুরকেও বাদ দিলেন না করণ। এমনকি বাঁধাধরা ভাবেই নজরে এল দুর্গাপুজোও। ফ্যামিলি ড্রামা বানাতে আদৌ সক্ষম হলেন করণ?

বেশিরভাগই আশাহত হয়েছেন ট্রেলার দেখে। তাঁদের কথায় আলিয়া রণবীরের মধ্যে কেমিস্ট্রির বড় অভাব। আবার কেউ বলছেন অদ্ভুত লাগছে ট্রেলারটি। আবার কেউ বললেন, 'টু স্টেটস'-এর নকল করে বসিয়ে দিয়েছেন তো। 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির পর দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন তিনি। কিন্তু, দর্শকদের মোটেই মনে ধরেনি ট্রেলার। কাস্টিং থেকে স্টোরি লাইন সবেই খুঁত ধরেছেন তাঁরা।

bollywood Ranveer Singh alia bhatt Entertainment News
Advertisment