প্রকাশ্যে রকি এবং রানির পোস্টার। রনবীর সিং এবং আলিয়া ভাট ফিরেছেন অনস্ক্রিন চমক দেখাতে। আজ সকাল হতেই দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তাঁরা। তবে, খুব একটা ভাল চোখে দেখেন নি কেউই তাঁদের এই প্রথম ঝলক! কারণ কি তবে করণ জোহর?
এর আগেও ‘গল্লি বয়’ সিনেমায় একসঙ্গে জুটি বেধেছিল আলিয়া এবং রণবীর। প্রায় বহুবছর পর ছবি পরিচালনা করছেন করণ। আর এতেই ফের হিট জুটিকে দেখা যেতে চলেছে। করণের ২৫ বছর হয়েছিল ইন্ডাস্ট্রিতে। তাই, এবার এক বিরাট হিট দিতে চলেছেন তিনি! তবে, দর্শকদের মন্তব্য দেখলে বোঝা দায় আদৌ এই ছবি হিট হতে চলেছে নাকি না। কেন?
সোশ্যাল মিডিয়ায় যে ছবি দর্শকদের উদ্দেশ্যে পোস্ট করেছেন আলিয়া, তাতে নেতিবাচক মন্তব্য বেশি। আলিয়ার লুক একেবারেই নতুন কিছু নয়। এর আগেও বদ্রীনাথ কী দুলহানিয়া ছবিতে কিছুটা এমনই লুক ছিল তার। ফলে, এই বিষয়টিও আঙ্গুল দিয়ে দেখিয়েছেন অনেকে। আলিয়ার “বৈদেহি’ লুক চুরি করেছেন করণ? কেউ বললেন, এক্কেবারে অগা মার্কা। আবার কেউ বললেন, পুরো নিব্বা নিব্বির ছবি। আবার কেউ বললেন, করণ জোহর কি আপনাদের সিক্রেট জানেন বলেই এসব ছবিতে সাইন করেন? আবার কেউ সপাটে বলে দিলেন, ফ্লপ!
তবে, হাসিঠাট্টা করতেও বাদ পড়লেন না অনেকে। রণবীর এবং দীপিকা জ্বলছে? দুজনের পার্টনার রোম্যান্স করছেন একে ওপরের সঙ্গে, এও দেখা যায়? দুই প্রাক্তন মিলে কান্নাকাটি করবেন বলেও দেখা গেল মন্তব্য। আবার কেউ কেউ বলে বসলেন, পরপর সব ছবি ফ্লপ দিচ্ছেন রণবীর। কন্টেন্ট এর দিকে নজর দেওয়া উচিত।