Advertisment
Presenting Partner
Desktop GIF

'জ্যেষ্ঠপুত্র'-য় অপরাজিতার কোন চরিত্রে থাকার কথা ছিল জানেন?

কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'জ্যেষ্ঠপুত্র' ছবিতে এলার চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তবে জানেন কি প্রথমে এই চরিত্রটা করার কথা ছিল অপরাজিতা আঢ্যর।

author-image
IE Bangla Web Desk
New Update
aparajita auddy

সুদীপ্তার চক্রবর্তীর চরিত্রটায় কাজ করার কথা ছিল অপরাজিতার। ফোটো- সংগৃহীত

কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'জ্যেষ্ঠপুত্র' ছবিতে এলার চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তবে জানেন কি প্রথমে এই চরিত্রটা করার কথা ছিল অপরাজিতা আঢ্যর। তিনি ডেটও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ছবির শুটিং ডেট পিছিয়ে যায়। তখন 'বেলাশুরু'-র জন্য তারিখ দিয়ে ফেলেছিলেন অপরাজিতা। অগত্যা সুদীপ্তা চক্রবর্তীকে নেওয়া হল সেই চরিত্রে।

Advertisment

একটি সংবাদপত্রকে তিনি জানিয়েছেন একথা। তবে এখনও দেখা না হলেও তাড়াতাড়িই দেখে ফেলবেন ছবিটা। আর সুদীপ্তা যে মেজোর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন তার আঁচ তিনি পেয়েছিলেন ট্রেলার দেখেই।

আরও পড়ুন, ‘অন্য নায়ক’-এর চোখে ‘জ্যেষ্ঠপুত্র’ অধরাই

শুটিং চলাকালীন বল্লভপুর থেকে খবর আসে, পিতৃবিয়োগ হয়েছে ইন্দ্রজিৎ গঙ্গোপাধ্যায়ের (প্রসেনজিৎ)। দেশের বাড়িতে থাকেন কনিষ্ঠ পুত্র পার্থ (ঋত্বিক), তাঁর স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন ‘মেজো’ অর্থাৎ ইলা (সুদীপ্তা চক্রবর্তী)। খবর পেয়ে গ্রামের বাড়িতে পৌঁছন ইন্দ্রজিৎ। হাসিমুখে সামলান সুপারস্টার হওয়ার বিড়ম্বনা। ছোটভাই শখের থিয়েটার করেন, সঙ্গে চাকরি। দিন চলে যায়। আর আছে মেজো, যাকে প্রায়ই ঘরবন্দি করে রাখতে হয়।

ঋতুপর্ণ ঘোষের ভাবনার ভর করে এমনই চিত্রনাট্য বেঁধেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিটা নিয়ে পরিচালক বলেছিলেন, পরিচালক ছবিটা নিয়ে বলছিলেন, ”এটা গুরুদক্ষিণা। আমরা আপ্লুত যে বুম্বা দা এই সুন্দর লনটা আমাদের দিয়েছেন। ঋতু দা থাকলেও হয়তো এই জায়গাটা পছন্দ করতেন। আর উৎসব তো তাঁরই হাতের লেখা”। ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে ‘জ্যেষ্ঠপুত্র’।

tollywood Bengali Cinema Bengali Actress
Advertisment