Advertisment

Rooqma Ray: 'বড় বড় হিরোদের নাম বেরবে, ওর ভালবাসার যা চোট...', রুকমাকে নিয়ে কেলেঙ্কারি দাবি রোহনের!

Rooqma Ray Relationship: আগে রুকমার নাম জড়িয়েছিল রাহুল বন্দোপাধ্যায়ের সঙ্গে। পরপর দুটি ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করে, তাঁকে নিয়ে নানা সমালোচনা হয়। কিন্তু সেসব পাত্তা দেননি তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rooqma ray, rooqma ray updates, rooqma ray news, rooqma roy Instagram, rooqma ray Tollywood, rooqma ray new serial, rooqma ray updates, rooqma ray with rohan bhattacarya, rooqma ray star jalsa serial

rooqma ray- এসব কী রটনা রটল তাঁর নামে?

টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল তুমি আশে পাশে থাকলে থেকে সরেছেন অঙ্গনা রায়। কানাঘুষো খবর, অভিনেত্রীর নাকি শরীর খারাপের কারণেই, শুটিং থেকে সরেছেন। সেই জায়গায় দেখা যাচ্ছে আরেক জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়কে।

Advertisment

আর ফ্লোরে আসা মাত্রই, সহ অভিনেতা রোহন ভট্টাচার্যের সঙ্গে তাঁর বাক বিতন্ডা শুরু। কেন? রোহন যে অঙ্গনার সঙ্গে প্রেম করছেন একথা অনেকেই আন্দাজ করেছিলেন। নতুন সম্পর্কে বেঁধেছেন এখন। তাঁর, পরপরই দেখা গেল অঙ্গনা সরলেন এই সিরিয়াল থেকে। কিন্তু, রুকমাকে সামনে পেয়েই রোহন সমস্ত ভান্ডা ফাঁস করলেন।

আর আগে রুকমার নাম জড়িয়েছিল রাহুল বন্দোপাধ্যায়ের সঙ্গে। পরপর দুটি ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করে, তাঁকে নিয়ে নানা সমালোচনা হয়। কিন্তু সেসব পাত্তা দেননি তিনি। তবে, এখানেই শেষ না। রোহন সকলের সামনে বলে বসলেন...

"ওর অনেক প্রেমের সম্পর্ক ছিল। বহু প্রেম করেছে ও। প্রেমের অভাব নেই ওর জীবনে। এত প্রাক্তন রয়েছে ওর। মাটি খুঁড়ে বের করলে অনেক নাম বেরোবে। বড় বড় হিরোদের নাম বেরোবে সেই ঝোলা থেকে।" আর এসব শুনেই, রুকমা অবাক! তিনি যেন বিশ্বাস করতেই পারলেন না...

উল্টে রোহনের উদ্দেশ্যে বলে গেলেন, "কবে? কোথায়? কোথা থেকে জানলি তুই? এভাবে কে ব্লেম করে? বড় বড় হিরো? নাম বল তুই? কতজন আছে, কার কার নাম জানিস তুই?" দুজনের খুনসুটি ছিল দেখার মত। দুজনে এর আগেও একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সম্ভব হয়নি।

tollywood Entertainment News rooqma ray
Advertisment