রাহুলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, প্রিয়াঙ্কা ফের এন্ট্রি নিতেই মনের 'অন্য ঠিকানা' খুঁজলেন রুকমা?

এসবের মাঝেই কাকে পেলেন অভিনেত্রী?

এসবের মাঝেই কাকে পেলেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rooqma ray, rooqma ray actress, rooqma ray tollywood, rooqma ray tolly news, rooqma ray new serial, rooqma ray sun bangla, রুকমা রায়, রুকমার নতুন সিরিয়াল, কলকাতা, বিনোদন, entetainment news, today entertainment news, latest entertainment update, news today, ie bangla entertainment

কাকে খুঁজে পেলেন রুকমা?

রূপসাগরে, অবশেষে মনের মানুষ খুঁজে পেলেন তিনি? নিজেই জানালেন, কাছের মানুষের কথা? রাহুল বন্দোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের গুজব, সবকিছু নস্যাৎ করেই অভিনেত্রী আসল একজনের খোঁজ দিলেন!

Advertisment

তিনি টেলিভিশনের এক চর্চিত নাম। শুধু তাই নয়, বর্তমানে ওয়েব সিরিজের ক্ষেত্রেও বেশ নাম করেছেন। একের পর এক সিরিয়াল। দেশের মাটি ধারাবাহিক থেকে রাহুল বন্দোপাধ্যায় এর সঙ্গে বন্ধুত্ব। তারপর প্রকাশ্যে চুমু খাওয়া থেকে নানা বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছেন। কিছুদিন আগেই রাহুল এবং প্রিয়াঙ্কার সম্পর্কে সুধার এসেছে। তারা ফের একবার নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন। কিন্তু, তাতে রাহুল এর সঙ্গে নাম জড়িয়েছিল যে অভিনেত্রীদের তাদের মন্তব্য ঠিক কেমন?

কিছুদিন আগেই রুকমার বক্তব্যে ইঙ্গিত মিলেছিল, রাহুলের মঙ্গলই চান তিনি। বলেছিলেন, "প্রিয়াঙ্কা দি এবং রাহুল দার মধ্যে যখন কথা হচ্ছে আমি তখন থেকেই বিষয়টা জানি। সত্যি বলতে গেলে, খুব খুশি হয়েছি। ওরা যে সবটা ভুলে আবারও শুরু করেছে এটা বেশ আনন্দদায়ক।" উল্লেখ্য, এখানেই শেষ নয়। রুকমা রাহুলের প্রসঙ্গে বেশ বন্ধুত্বপূর্ন মন্তব্য করার সঙ্গে সঙ্গেই সাফ জানিয়েছিলেন, রাহুলের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছাড়া আর কোনও সম্পর্ক নেই। এরই মাঝে জানালেন, নতুন একজনের কথা। যে তার খুব কাছের একজনের পরিণত হয়েছে।

Advertisment

সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি বলেন..."আমি সকলকে দেখাতে চাই। এমন একজন যে এখন আমার ভীষণ কাছের। শুধু তাই নয়, ওকে নিয়েই আমার সব ভাললাগা। সব খারাপ লাগা। আমি নাম বলছি তাঁর।" এরপরই, তিনি ফোন খুলেই তাঁর ছবি দেখালেন। কে সেই ব্যাক্তি! কাকে মন দিয়েছেন তিনি?

আরও পড়ুন - সই করলেন, ‘সংগ্রামী মা’ হিসেবে মাঝরাতে সুখবর দিলেন পরীমণি

সাদা রঙের একটা গাড়ি, নতুন কিনেছেন তিনি। সেটাকেই এখন সবথেকে কাছের বলে মনে করেন। অভিনেত্রী বলেন, আমার এই মুহূর্তে মনের মানুষ এই গাড়িটাই। আমি সারাদিন ওর খেয়াল রাখি। সদ্যজাত সন্তানের মত। তাই ওকে নিয়েই এখন সব স্বপ্ন। অভিনেত্রী দাবি করেছেন এখন সমস্ত নজর তাঁর কেরিয়ারের দিকে। বর্তমানে, কালার্স বাংলার একটি সিরিয়ালে দেখা যাচ্ছে। অন্যদিকে, রাহুল নিজেও সম্পর্ক সঙ্গে কেরিয়ার নিয়ে ভালই আছেন।

tollywood Entertainment News