দেশের মাটিতে নয়, বিতর্ক এবং পুলিশ শেষে বিদেশে রুকমাকে নিয়ে গেল থানায়! অভিনেত্রী নিজেই জাহির করে বললেন সেকথা। কী হয়েছিল সেদিন?
Advertisment
থাইল্যান্ডে গিয়ে বেজায় ফ্যাসাদে পড়েছিলেন তিনি। রুকমা রায় মাঝেমধ্যেই ঘুরে বেড়ান বিদেশে। কখনও একা, আবার কখনও বন্ধুদের নিয়ে। কিন্তু, থাইল্যান্ডে গিয়ে তিনি যা বিপদে পড়েছিলেন, সেকথা জানালেন সবাইকে। ভাষার প্রয়োগ করতে গিয়ে যে এভাবে গন্ডগোল করে বসবেন, সেকথা ভাবেননি।
অভিনেত্রী বললেন, "তোমরা কোনোদিন থানায় গিয়েছ? আমায় তো টেনে নিয়ে যাচ্ছিল পুলিশ স্টেশনে। আমার আসলে ভাল লাগে জানো তো বিভিন্ন ভাষায় কথা বলতে। আর এখন তো ট্রান্সলেটর হাতের মুঠোয়। এবার আমি ইংরেজিতে ট্রান্সলেট করছি, ওদের ভাষাটা শুনছি আর কথা বলছি। কিন্তু তারপর!...
এবার যে কথা বলতে বলতেই বিপদে পড়বেন সেটা ভাবতেও পারেননি তিনি। অভিনেত্রী বললেন, "আমি কী বলতে গিয়ে কী বলেছি সেটা তো বুঝতে পারছি না। আমায় সেই পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাবেই। ওরা রাগের চোটে আমায় তো যা নয় তাই বলছে। আমি বোঝাতেও পারছি না। হাত জোড় করে করুণা, মার্সি বলছি তাও ছাড় দেওয়া নেই। শেষে ২০০০ ভ্যাট নিয়ে আমায় ছেড়েছে।"
উল্লেখ্য, রুকমা টেলিভিশনের বেশ জনপ্রিয় নাম। একের পর এক ধারাবাহিক এবং ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন। নষ্টনীড় সিরিজে তাঁকে গুরুত্বপুর্ন ভূমিকায় দেখা গিয়েছে।