Roshni Walia: হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রোশনী ওয়ালিয়া। 'ম্যায় লক্ষ্মী তেরে আঙ্গন কী' মেগার মাধ্যমেই অভিনয়ে অভিষেক। ভারত কা বীর পুত্র মহারানা প্রতাপ ধারাবাহিকে রোশনীর অভিনয় দারুণ প্রশংসিত দর্শকমহলে। এছাড়াও তারা ফর্ম সাতারা-তেও কাজ করেছেন রোশনী। সিরিয়ালের পাশাপাশি সিরিজ ও সিনেমাতেও অভিনয়ের সৌজন্যে পরিচিত মুখ রোশনী ওয়ালিয়া। সম্প্রতি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। বাইকের চেইন আর টায়ারে পোশাক আটকে গুরুতর জখম হন রোশনী।
সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ড্রেসের একাংশ বাইকে আটকে উরুতে চোট পেয়েছেন রোশনি ওয়ালিয়া। অভিজ্ঞতার কথা ভাগ করতে গিয়ে মহিলাদের পোশাক নিয়ে সাবধানীবার্তাও দিয়েছেন। ঢিলেঢালা পোশাক পরে বাইকে বসলে সেই দিকে বিশেষ খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন রোশনী।
দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, 'এই মুহূর্তে আমি খুব যন্ত্রণার মধ্যে রয়েছি। আমার জামার একটা অংশ বাইকের টায়ার আর চেনে আটকে গিয়েছিল। সেই আটকে থাকা জামা যতক্ষণ না পুরোটা ছিঁড়ল ততক্ষণ আমার পায়ে পুরো জড়িয়ে গিয়েছিল। সে এক মারাত্মক অভিজ্ঞতা। সত্যিই খুব ভয় পেয়েছি।'
/indian-express-bangla/media/post_attachments/1f124220-757.jpg)
মহিলাদের উদ্দেশে রোশনীর বার্তা, 'আমার অজ্ঞিজ্ঞতা থেকে একটা পরামর্শ দিচ্ছি। বাইকে কখনও ঢিলেঢালা পোশাক পরে উঠবেন না। আর যদিও ওঠেন তাহলে খুব সাবধান। খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। ভগবানের আশীর্বাদ বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। সকলের প্রতি ভালবাসা। আমার খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। সাবধানে থাকুন।'
ইনস্টাগ্রাম স্টোরিতে উরুতে আঘাতের নমুনা সকলের সঙ্গে শেয়ার করেছেন হিন্দি মেগার জনপ্রিয় অভিনেত্রী রোশনি ওয়ালিয়া। ২২ বছর বয়সী অভিনেত্রীকে দেখা যাবে অজয় দেবগনের আপকামিং মুভি সন অফ সর্দার ২। বিজয় কুমার অরোরার নির্দেশনায় এই ছবিতে অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর, সঞ্জয় দত্ত।