scorecardresearch

বড় খবর

১০০০ কোটির মাইলস্টোন পার করল RRR, রেকর্ডের ছড়াছড়ি রাজামৌলীর ছবির

ভারতীয় সিনেমায় নয়া সংযোজন, ১০০০ কোটির ক্লাবে আরআরআর

১০০০ কোটির মাইলস্টোন পার করল RRR, রেকর্ডের ছড়াছড়ি রাজামৌলীর ছবির
১০০০ কোটি পারআরআর আর সিনেমার

অপেক্ষার অবসান! অবশেষে ১০০০ কোটির মাইলফলক – বহুদিন ধরেই জল্পনা, তবে এবার ১০০০ কোটির বাণিজ্যে সফল রজমৌলির ছবি আরআরআর। দিন দুয়েক আগেও ধীরে ধীরে কমছিল কালেকশন রেট। তবে শুক্রবারের ৫ কোটির ব্যবসা এনে দিল আকাশছোঁয়া সফলতা।

মহামারীর আতঙ্কের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে যেন আকাল পড়েছিল, ১০০ কোটির বাণিজ্য করতেও কাঠখড় পোড়াতে হয়েছে। সেখানে এই সময়ে দাঁড়িয়েও তিন সপ্তাহে ১০০০ কোটির সাফল্যে আপ্লুত সকলেই। আমির খানের দঙ্গল, প্রভাসের বাহুবলী সিনেমার পর এটিই তিন নম্বর সিনেমা যেটি এত বিরাট অঙ্কের ব্যবসা করেছে। কিছুদিন আগেও বাণিজ্য বিশেষজ্ঞ তরন আদর্শ টুইটের মাধ্যমেই জানিয়েছিলেন ধীরে ধীরে রেট কমছে, এখন শুক্র শনিবারের ব্যবসার দিকেই নজর থাকবে।

দিন এগোনোর সঙ্গে সঙ্গেই এলো সুখবর। আরেক বিশেষজ্ঞ মনোবলা বিজয়বালান জানালেন, ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করল আরআরআর।

এর আগেও সাফল্য পার্টি উপলক্ষেই ১০০০ কোটিতে পৌঁছানোর কথায় উচ্ছাস দেখিয়েছিলেন সকলেই। এমনকি এই সিনেমার সিকুয়ালের প্রসঙ্গেও জানিয়েছিলেন পরিচালক রাজামৌলি এবং অভিনেতা জুনিয়র এন টি আর। ছবি রিলিজের পর থেকেই দর্শকদের ভালবাসা ছিল দেখার মত। সামনেই রিলিজ ‘কে জি এফ চ্যাপ্টার ২’ এবং ‘বিস্ট’ ছবির – কতটা নিজের ক্রেজ ধরে রাখতে পারে এই ছবি সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rrr crossed 1000 crore milestone