/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/rubel.jpg)
Rubel sweta; রুবেল-শ্বেতার রোমান্সে কী বলছে দর্শক?
একই সিরিয়াল থেকে দুজনের বন্ধুত্ব, এবং তারপর প্রেম! শ্বেতা ও রুবেলের সম্পর্কের কথা সকলেই জানেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তারা একসঙ্গে ছবি পোস্ট করেন। আর এবার তো...
রুবেলের ছায়াসঙ্গী শ্বেতা। কিছু মাস আগেই রুবেলের শরীর খারাপের সময় পাশে ছিলেন তিনি। আর এখনও একে অপরকে ছাড়া একসময় থাকতে পারেন না। তাই তো সোশ্যাল মিডিয়ায় এমন এক ছবি পোস্ট করলেন তাঁরা যাতে একদিকে যেমন ভালবাসা জানালেন ভক্তরা। তেমনই, তাঁকে শুনতে হল নানা কথা?
খালি গায়ে বিছানায় শুয়ে রুবেল। তাঁর গালে মাথা ঠেকিয়ে শ্বেতা। আর এই ছবি রুবেল পোস্ট করলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে এক ক্যাপশনে লিখলেন, "হাতে হাত ধরে একসঙ্গে চলতে পারি আমরা। সে কারণেই একে অপরকে বুঝতে পারি।"
আরও পড়ুন - Shah Rukh Khan: মুখে দুর্গন্ধ, তাও শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ হন এই অভিনেতা! তারপর?
এই ছবিতে ভালবাসাপূর্ণ মন্তব্য করেছেন শ্বেতা নিজেও। এও জানিয়েছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি রুবেলকে ভালবাসবেন। যদিও, তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে কেউ কেউ যা নয় তাই বলেছেন। বেশি শো অফ করে ফেলেছেন দুজনেই? এছাড়াও শুনতে হল নানা কটাক্ষ।
দুজনকেই বেশিরভাগ বললেন, "বিয়ের আগেই এসব, আর যে কী কী দেখতে হবে?" আবার কেউ বললেন, "শ্বেতা এত ইন্সিকিওর কেন?" আবার কারওর কথায়, "কিছু বিষয় তো প্রাইভেট রাখুন, এগুলো আবার কী ধরনের? ঢেকে রাখুন।" আবার কেউ এমনও বললেন, "এরা পুরোটাই শো অফ! আর যে কী করবে...!"