Rubel-Sweta Latest Photo: ১৯ জানুয়ারি রূপকথার বিয়ে সেরেছেন টেলিভিশনের 'পাওয়ার কাপল' রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। রিল টু রিয়েল, এই জুটির অগণিত ভক্ত। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির লাভিডাভি ছবি দেখতে ভালবাসেন অনুগামীরা। সপ্তাহের প্রথমদিনই ভক্তদের মন ভাল করে দিলেন তারকা জুটি। শ্বেতাকে জড়িয়ে আদুরে ছবি পোস্ট করলেন রুবেল। মজা করে ক্যাপশনে লিখেছেন, 'বউ যখন পুচকি'।
স্বামী-স্ত্রীর মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করতেই ভালবাসায় ভাসছেন রুবেল-শ্বেতা। কিন্তু, এই ছবিটা যেন শ্বেতার মনপসন্দ হয়নি। কমেন্ট বক্সে লিখেছেন, 'এ বাবা কী বাজে লাগছে আমাকে।' অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় 'ইভিল আই'-য়ের ইমোজি দিয়েছেন। রুবেলের এক ভক্তের আবদার, অভিনেতা যেন ফেসবুকে তাঁর ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেন।
স্টুডিোপাড়ার নবদম্পতির ছবি দেখে বোঝাই যাচ্ছে একান্তযাপনের মুহূর্তের একটি মিষ্টি ছবি। শুটিংয়ের বাইরে শ্বেতা একেবারে 'গিন্নি মা'। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা। এই ছবির সৌন্দর্য বৃদ্ধি করেছে দুজনের মুখের উজ্জ্বল হাসি। গত ১৯ ফেব্রুয়ারি বিয়ের একমাস পূর্তিতে শ্বেতার সঙ্গে কোয়ালিটি সময় কাটানোর ছবি পোস্ট করেছিলেন রুবেল।
মিষ্টি বউটিকে নিয়ে তিনি গিয়েছিলেন একটু আমোদপ্রমোদ করতে। সদ্য বিবাহিতদের একসঙ্গে সময় কাটানোর জন্য শুধু একটু সুযোগের প্রয়োজন। নবদম্পতির একটু আধটু আহ্লাদ না করলেই নয়। রুবেল-শ্বেতাও তার ব্যতিক্রম নন। রুবেলের বাহুডোরে আহ্লাদি শ্বেতা আর সামনে সাজানো তাঁদের প্রিয় খাবার আর আইসক্রিম।
আগামী ১৯ মার্চ রুবেল-শ্বেতার বিয়ের দু'মাস পূর্তি হতে চলেছে। তার আগে বউকে জড়িয়ে আদুরে মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন রুবেল। নিম ফুলের মধু শএষের পর এই মুহূর্তে তুই আমার HERO-র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। বিপরীতে রয়েছেন মোহনা মাইতি। অন্যদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কাজ করছেন শ্বেতা। দুজনেরই কাজের তুমুল ব্যস্ততা। তবুও অবসরে একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত উদযাপন করেন রুবেল-শ্বেতা।