Advertisment

রুবেল বাবা হচ্ছেন...? খবর শুনেই শ্বেতার দিকে তাকান রণজয়! অভিনেতা বললেন, 'রাস্তায় বেরোতে পারব না..'

Rubel and Sweta: কেউ জানল না, অথচ বাবা হয়ে গেলেন রুবেল! শ্বেতা বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rubel das, ranojoy, sweta bhattacharya, sweta rubel, ranojoy sweta kon gopone mon veseche, nim fuler modhu, nim fuler modhu serial, kon gopone mon veseche news

tollywood- বাবা হচ্ছেন রুবেল?

একটা শুটিং ফ্লোরে কী হচ্ছে সেটা কিন্তু অবধারিত আরেকটা ফ্লোরে খবর চলে যায়। বলা উচিত, একেবারে ঝড়ের গতিতে খবর ছড়িয়ে পড়ে। নিম ফুলের মধু এবং কোন গোপনে মন ভেসেছের মধ্যেও একই বিষয়।

Advertisment

মহাপর্ব উপলক্ষে নানা আয়োজন ছিল। দুই বাড়ির মানুষ একসঙ্গে রং খেলেছে। শুধু তাই নয়, অফ স্ক্রিন তাদের বন্ধুত্ব ঠিক কতটা এও প্রকাশ পেয়েছে বারবার। কিন্তু, শুটিং ফ্লোরে আসলেই ঠিক কী চলে? এমন একটা ঘটনাই উঠে এল তাদের কথায়। শ্বেতা এবং রুবেল, বাস্তবের জীবনে তারা প্রেমিক প্রেমিকা। দুটি সিরিয়ালের তারা লিড। অন্যদিকে, নিম ফুলের মধুতে বাবা হতে চলেছে সৃজন অর্থাৎ রুবেল। সেই নিয়েই নাকি শ্বেতা নানা কথা শুনেছেন।

রুবেল বাবা হতে চলেছে? শুটিং ফ্লোরে এমনই গুঞ্জন উঠেছিল। কিন্তু শ্বেতা নিজে থেকেই সেই ভুল ভাঙিয়েছেন। অভিনেত্রী ফ্লোরে আছে জেনেই অন্যান্যরা বলতে শুরু করেন, রুবেল বাবা হচ্ছে। কিন্তু, শ্বেতা জানান, রুবেল না! সৃজন বাবা হতে চলেছে। কেউ কেউ তো ইয়ার্কি করে তাঁকে মিষ্টি খাওয়ানোর মত আর্জি পর্যন্ত জানান।

আরও পড়ুন - Ranojoy-Mishmee: ‘আমরা সত্যিই সম্পর্কে আছি…’, গোপনেই মন ভাসল রণজয়-মিশমির?

এখানেই শেষ না। তখন, শ্বেতা একা ছিলেন না। পাশে ছিলেন রণজয়। রুবেল বাবা হচ্ছে শুনেই সোজা তিনি শ্বেতার দিকে তাকান। তবে বেশিক্ষণ সেই ভাবনা স্থায়ী হয়নি। সত্যিটা জানতে পেরেই হেসে ফেলেন তিনি। তবে, একথাও সঠিক বেশ চিন্তায় রয়েছেন রুবেল নিজেও।

প্রকাশ্যে বললেন, "রাস্তায় বেরোতে ভয় হচ্ছে। কোনদিন দেখব লোকজন ডেকে বলছে, এই বাবা হতে চলেছিস, কিছু খাওয়া!"

Entertainment News
Advertisment