New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/21/vrrZy9Qx2Z1oKY9d6qCv.png)
তাঁর নেকলেস চমকে দিয়েছে সকলকে... Photograph: (Instagram)
Fashion in Cannes: রুচি লালগালিচায় যে লেহেঙ্গা পড়ে হেঁটেছেন, সেটি সাংঘাতিক সুন্দর। শুধু সুন্দর বললে ভুল হবে এই লেহেঙ্গার সঙ্গে রয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর যোগ।
তাঁর নেকলেস চমকে দিয়েছে সকলকে... Photograph: (Instagram)
কান চলচ্চিত্র উৎসব চলছে। আর এই উৎসবের সামিল হন ভারতের অনেক তারকারা। তারা তাদের নিজস্ব এক্সক্লুসিভ পোশাকে কানের রেড গালিচায় হাঁটেন। শুধু মেট গালা নয়, বরং এই চলচ্চিত্র উৎসবের মঞ্চেও তারকারা দারুণ সব স্টাইল সেগমেন্টের ঝলক সেখান। সেরকমই বর্তমানে ঝড় তুলেছেন এক সোশ্যাল মিডিয়া তারকা রুচি গুজ্জার।
রুচি লালগালিচায় যে লেহেঙ্গা পড়ে হেঁটেছেন, সেটি সাংঘাতিক সুন্দর। শুধু সুন্দর বললে ভুল হবে এই লেহেঙ্গার সঙ্গে রয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর যোগ। লেহেঙ্গার সঙ্গে যে নেকলেসটা তিনি পড়েছেন সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ।
রাজস্থানের এক সেনাপরিবারে তার জন্ম। তার বাবাও ছিলেন সেনাবাহিনীর এক সদস্য। কিন্তু রুচির সবসময় বিনদুনিয়া নিয়ে আকাঙ্ক্ষা ছিল। আকাশছোঁয়া ইচ্ছে ছিল তাঁর। স্কুলের পড়াশোনা শেষ করেই তিনি, মায়ানগরী মুম্বাই তে রওনা দেওয়ার প্ল্যানিং করেছিলেন। যামুনে পরিবারে তার জন্ম যেখানে মহিলারা বাইরে বেরিয়ে কাজ করবেন এ কথা কেউ ভাবতেও পারতেন না।
রুচি এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, রক্ষণশীল পরিবাহিতার জন্ম সেখানে মহিলারা বাইরে বেরিয়ে কাজ করার অনুমতি পায় না। যেখানে চলচ্চিত্র জগতে গিয়ে তিনি কাজ করবেন এটা ছিল স্বপ্নাতীত। কিন্তু বিতর্ক গায়ে না মেখে তার বাবা, মেয়েকে সাপোর্ট করেছিলেন মুম্বাই পৌঁছানোর জন্য।
বর্তমানে সেই মানুষটির কানের লাল গালিচায় আলোড়ন তুলছেন। বলিউডের কয়েকটি মিউজিক ভিডিও তিনি কাজ করেছেন। কিন্তু তার ঝোঁক সাউথ ইন্ডাস্ট্রির প্রতি অনেক বেশি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে, সোনালী এবং লাল রঙের রাজপুতি লেহেঙ্গা পরে তাকে দেখা যায়। লেহেঙ্গার সঙ্গে রয়েছে বাঁধনি ওড়না।
তবে যেটি সব থেকে বেশি নজর কেড়েছে, এটি তার গলা নেকলেস টি। জড়োয়া কুন্দন মিশ্রিত নেকলেসের, একদম নিচের ধাপে রয়েছে তিনটি পদ্মফুল। তিনটি পদ্ম ফুলে রয়েছে নরেন্দ্র মোদির মুখ।
রুচি নিজের সমাজ মাধ্যমে এই ভিডিও শেয়ার করে লিখছেন, আমার দেশ এবং আমার সংস্কৃতিকে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নিয়ে আসতে পেরে গর্বিত। আমি সত্যিই নিজেকে ধন্য বলে মনে করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সারা বিশ্বের কাছে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আর তাকে গলায় ঝুলিয়েই, নজির গড়েছেন এই সোশ্যাল মিডিয়া আইকন।
তাই লেহেঙ্গা ডিজাইন করেছেন, রুপা শর্মা। সঙ্গে সঙ্গে তার বাঁধনি জরির ওড়নাটিও ডিজাইন করেছেন, জরিবাড়ি ইন্ডিয়া। এছাড়া নেকলেস নিয়ে এত আলোচনা সেই নেকলেসটি তৈরি করেছেন, সিলভার সাগা জুয়েলারি এবং আর্টিস্ট নেহা।