হরিয়ানভি মডেল রুচি গুজ্জর হিন্দি ছবি 'সো লং ভ্যালি'-র প্রযোজক করণ সিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে প্রায় ২৩ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করেছেন। ওশিওয়ারা থানার এক আধিকারিক জানিয়েছেন, রুচির অভিযোগের ভিত্তিতে করণ সিংয়ের বিরুদ্ধে IPC-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে—৩১৮(৪), ৩৫১(২) এবং ৩৫২ ধারায়।
অভিযোগে বলা হয়েছে, করণ সিং একটি টেলিভিশনে নতুন প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়ে রুচির কাছ থেকে টাকা নিয়েছিলেন। লাভের ভাগ ও অনস্ক্রিন ক্রেডিট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি এবং করণও অর্থ ফেরত দেননি। ঘটনাটি আরও চাঞ্চল্যকর মোড় নেয়, যখন শুক্রবার রাতে অনুষ্ঠিত সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে রুচিকে করণকে চড় মারতে এবং পরে স্যান্ডেল ছুঁড়ে মারতে দেখা যায়। এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
রুচি জানান, তাঁর সংস্থা এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে করণের কে স্টুডিও-র অ্যাকাউন্টে ২৪ লক্ষ টাকারও বেশি অর্থ পাঠানো হয়েছিল। পরে তিনি জানতে পারেন, সেই অর্থ সো লং ভ্যালি ছবির প্রযোজনায় ব্যবহার করা হয়েছে। অভিনেত্রীর দাবি, তিনি বারবার করণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু করণ তাঁর প্রশ্ন এড়িয়ে যান এবং পরে হুমকিও দিতে থাকেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ছবির সহ-প্রযোজক ও পরিচালক মান সিং, রুচির বিরুদ্ধে ‘পাবলিসিটি স্টান্ট’ করার অভিযোগ এনেছেন। তাঁর বক্তব্য, “রুচি ছবির মুক্তি ঠেকাতে চেয়েছিলেন, কিন্তু আদালত ছবিটির মুক্তির পক্ষে রায় দেয়। যদি তিনি করণকে টাকা দিয়ে থাকেন, তবে তা প্রমাণ করুন। এটি পুরোপুরি এক পাবলিসিটি স্টান্ট।”
রুচি গুজ্জর তাঁর অভিযোগের পর, ফোন কলের রেকর্ড এবং আর্থিক লেনদেনের বিবরণও যুক্ত করেছেন। তিনি জানান, ২৭ জুলাই ছবি মুক্তির খবর পাওয়ার পরই তিনি করণকে অর্থ ফেরতের দাবি করেন, তখনই হুমকি আসতে শুরু করে। প্রসঙ্গত, রুচি গুজ্জর এর আগে কান চলচ্চিত্র উৎসবেও সংবাদ শিরোনামে এসেছিলেন, যখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ সম্বলিত নেকলেস পরে রেড কার্পেটে হেঁটেছিলেন।