Rudranil-Roopa: ৬ ডিসেম্বর জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। স্টার স্টাডেড পার্টিতে জমজমাট জন্মদিন। কেক কেটে জীবনের 'হাফ সেঞ্চুরি' উদযাপনে মেতেছিলেন রুদ্রনীল। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব থেকে কাছের মানুষজন সকলেই আমন্ত্রিত ছিলেন। বয়স যতই বাড়ুক হই হুল্লোড় করেই জন্মদিন সেলিব্রেট করেছেন বার্থ ডে রুদ্রনীল ঘোষ।
চার্মিং ইমেজ দেখে বোঝার উপায় নেই যে ৫০-এর গণ্ডিতে পা রাখলেন অভিনেতা। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। রুদ্রনীলের সঙ্গে রূপার নাচ তো জাস্ট ফাটাফাটি। 'জানে কিউ দিল জানতা হ্যায়'-এর তালে উদ্দাম নাচ দুজনের। ডান্স ফ্লোরে রূপা-রুদ্রনীলের যুগলবন্দি পারফরম্যান্স মন ছুঁয়ে গিয়েছে সিনেপ্রেমীদের।
অন স্ক্রিনে এমন সুন্দর ডান্স পারফরম্যান্স দর্শক আগে কোনওদিন দেখেছে কিনা মনে করতে পারছে না, তবে জন্মদিনের পার্টিতে রূপা-রুদ্রনীলের নাচে মাতোয়ারা নেটপাড়া। রুদ্রনীলের বার্থ ডে পার্টি যেন একটা আস্ত ডিস্কো থেক। সৃজিত থেকে শিলাজিৎ, জয়জিৎ কে ছিলেন না সেখানে। সকলের সঙ্গেই নাচে-গানে-আনন্দে একেবারে মেতে উঠেছিলেন রুদ্রনীল।
ডিজে বাজিয়ে ৫০ এর জন্মদিনে রুদ্রনীলের সঙ্গে মাতলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, জীতু কমল, রূপাঞ্জনা মৈত্র সহ নিমন্ত্রিতরা প্রত্যেকে। অভিনয় জগতের বন্ধুবান্ধব ছাড়াও রুদ্রনীলের জন্মদিনে দেখা মিলেছে রাজনৈতিক ব্যক্তিত্বদের। সব আনন্দ-হুল্লোড়ের মাঝে রূপা-রুদ্রনীলের যৌথ পারফরম্যান্স রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রুদ্রনীল ঘোষকে দেখা যাবে 'আবার হাওয়া বদল' ছবিতে। পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল দীর্ঘ ১২ বছর পর একসঙ্গে ধরা দেবেন বড় পর্দায়। হাওয়া বদল ছবিটিতে পরম-রুদ্রনীল জুটির রসায়ন দারুণ মনে ধরেছিল দর্শকদের। তাই এই ছবিটির জন্য মুখিয়ে আছে বাংলা ছবির দর্শক।