Advertisment
Presenting Partner
Desktop GIF

কাটমানি, গরুর পিঠে কয়লা পাচার, ঢপের স্বাস্থ্যসাথী! 'পিসি'কে বিঁধে কবিতা পদ্মের রুদ্রর

রাজ্যের শাসকদলকে বিঁধলেন 'পিসি-ভাইপো-ভাইজিদের রাজনীতি' তকমা সেঁটে! কী বলছেন সেই কবিতায় রুদ্রনীল? শুনুন।

author-image
IE Bangla Web Desk
New Update
rudra

'সাতে পাঁচে না থাকা' রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ফের তৃণমূলকে বিঁধতে ময়দানে ব্যাটন হাতে নেমে পড়েছেন। ভোটের মুখে দল পাল্টে বেজায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। লাল, সবুজ হয়ে গেরুয়া রুদ্রনীলের 'নানা রঙের দিনগুলি' নিয়ে তাই কটাক্ষ করতেও পিছপা হননি রাজনৈতিক মহল তথা নেটজনতার একাংশ। তাই পদ্ম শিবিরে যোগ দিয়েই 'জয় শ্রীরাম' ধ্বনি তুলে বেজায় সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে। তবে সেই সময়ে নিন্দুকদের জবাব দেননি গেরুয়া মন্ত্রে দীক্ষিত অভিনেতা। কিন্তু এবার ভোটের মুখে (West Bengal Assembly Election 2021) স্বরোচিত রাজনৈতিক কবিতার মধ্য দিয়েই জবাব দিলেন রুদ্র। রাজ্যের শাসকদলকে বিঁধলেন 'পিসি-ভাইপো-ভাইজিদের রাজনীতি' তকমা সেঁটে!

Advertisment

কাটমানি, গরুর পিঠে কয়লা পাচার, স্বাস্থ্যসাথী কার্ড, যাবতীয় প্রসঙ্গ তুলে তৃণমূলকে (TMC) তুলোধোনা করেছেন রুদ্রনীল ঘোষ। এখানেই থেমে থাকেননি, সাদা-কালো ভিডিওয় 'সবুজ-গেরুয়া ধুতি' বলে দলবদলের প্রসঙ্গও তুলেছেন তিনি। বলা ভাল, একদা ঘাসফুল শিবির সমর্থক অভিনেতার বর্তমানে রাজ্যের বেকারত্ব, শিল্প নিয়েও চিন্তা শুরু হয়েছে। "গ্র্যাজুয়েট ছেলে টোটো চালায়, চপ ভাজে.. আর কতদিন সহ্য করব কাটমানি আর ঢপ?" কবিতা পাঠের মধ্যে দিয়েই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।

"২৯৪টি বিধানসভা আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)", বলে কটাক্ষও করেছেন রুদ্রনীল। পাশাপাশি বাম-কংগ্রেস-আইএসএফ জোট, কাউকেই তোপ দাগতে ছাড়েননি তিনি। কবিতায় উঠে এসছে ক্লাবগুলিকে রাজ্য সরকারের অনুদান দেওয়ার প্রসঙ্গ। বামফ্রন্টকে ৩৪ বছর, তৃণমূলকে ১০ বছর দিয়েছে রাজ্যবাসী, তাই এবার পরিবর্তনের হাওয়ায় তিনি রাজ্যে পদ্মফুল ফোটানোর আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট কবিতার মাধ্যমে অবশ্য রুদ্রনীলের সৃজনশীল মনোভাব প্রশংসা কুড়োলেও নেটজনতার সিংহভাগ কিন্তু পদ্ম শিবিরে যোগ দেওয়া অভিনেতাকে নিয়ে ফের বিদ্রুপ করতে শুরু করেছেন। তাঁদের কারও বা মন্তব্য, "গিরগিটির থেকেও তুখড়।"

bjp Mamata Banerjee Rudranil Ghosh West Bengal Assembly Election 2021
Advertisment