ডুমুরজলার মঞ্চে উঠেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি রুদ্রনীলের, অরিন্দমকে টানছেন বিজেপিতে!

তৃণমূলের একদা ‘স্টার ক্যান্ডিডেট’ একুশের নির্বাচনের আগে বিজেপির হয়ে ময়দানে নামছেন। রুদ্রনীলের হাত ধরেই কি বঙ্গ পদ্ম শিবির টলিউড তারকাদের সামনে রেখে 'নির্বাচনী ঘুটি' সাজাতে চলেছে?

তৃণমূলের একদা ‘স্টার ক্যান্ডিডেট’ একুশের নির্বাচনের আগে বিজেপির হয়ে ময়দানে নামছেন। রুদ্রনীলের হাত ধরেই কি বঙ্গ পদ্ম শিবির টলিউড তারকাদের সামনে রেখে 'নির্বাচনী ঘুটি' সাজাতে চলেছে?

author-image
IE Bangla Web Desk
New Update

"বাংলায় পদ্ম ফোটাবই..." রবিবার ডুমুরজলার 'মেগা অনুষ্ঠানে' একদিকে যখন হুঁশিয়ারি ছাড়লেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই একই মঞ্চে 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে বক্তৃতা দেওয়া শুরু করলেন রুদ্রনীল ঘোষ। মমতা-অধ্যায়ের 'তিক্ত' অভিজ্ঞতা বর্ণনা করে গেরুয়া মঞ্চেই জানিয়ে দিলেন "বাংলায় বিজেপিকে দরকার।" শুধু তাই নয়, টালিগঞ্জ স্টুডিও পাড়ার আরও কয়েকজন তারকা এবং এক ডাকসাইটে প্রযোজক যে গেরুয়া শিবিরে অতি সত্ত্বর নাম লেখাতে চলেছেন, সেই ইঙ্গিতও দিলেন অভিনেতা। তাহলে কি রুদ্রনীলের হাত ধরেই বঙ্গ পদ্ম শিবির টলিউড তারকাদের সামনে রেখে 'নির্বাচনী ঘুটি' সাজাতে চলেছে? প্রশ্ন তো উঠছেই।

Advertisment

শনিবারই দিল্লিতে গিয়ে অমিত শাহের বাড়িতে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন রুদ্রনীল ঘোষ। দৃঢ় কণ্ঠে জানিয়েছেন “বাংলার মানুষের জন্য শিগগিরই মাঠে নামব। কাজ করতে হবে।” উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা ভোটের সময় থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ হিসেবে রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) দেখা গিয়েছিল। তিনি রীতিমতো ঘাসফুলের ‘স্টার ক্যান্ডিডেট’ ছিলেন। তবে দীর্ঘ ৭ বছরের সেই সম্পর্ক কাটিয়ে এবার ‘সাতে পাঁচে নেই’ অভিনেতা প্রবেশ করেছেন পদ্ম শিবিরে। নেপথ্যের কারণ হিসেবে তাঁর বক্তব্য, তৃণমূলে থেকে কাজ করতে পারছিলেন না। ভাল কাজ করতে গিয়ে কোণঠাসা হয়ে পড়ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই একাংশের জন্য। আর সেইজন্যই এবার নতুন উদ্যমে আরও বৃহত্তর ময়দানে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এমনটাই মত অভিনেতার।

তৃণমূলের একদা 'স্টার ক্যান্ডিডেট' একুশের নির্বাচনের আগে এবার বিজেপির হয়ে ময়দানে নামছেন। ওদিকে কানাঘুষো শোনা যাচ্ছিল টলিপাড়ার আরও কয়েক তারকা নাকি পদ্ম শিবিরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। সেই প্রেক্ষিতেই সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল জানিয়েছেন, ডুমুরজলার সভায় পরিচালক অরিন্দম শীলও (Arindam Sil) উপস্থিত থাকতে পারেন। উল্লেখ্য, অরিন্দমও গত কয়েক বছর ধরেই মমতা-ঘনিষ্ঠ বলে পরিচিত। এবার কি তাহলে এই টলিউড পরিচালকও গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন? জোর জল্পনা রাজনৈতিকমহলের অন্দরে।

Rudranil Ghosh Arindam Sil