শহরে যেন প্রেমের মরসুম! ধুতি-পাঞ্জাবি পরে ছবি টুইট করেছেন অভিনেতা দেব (Dev)। আর সেই ছবিই রি-টুইট করে রুক্মিণী মৈত্র লিখলেন, "হুমম, এমনিই থেকো..." দেব-রুক্মিণীর সেই টুইটই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। অনুরাগীরাও মেতেছেন টলিতারকাজুটির প্রেমে। কিন্তু আসল বিষয়টা ঠিক কী?
আসলে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে 'গোলন্দাজ' ছবির দ্বিতীয়ার্ধের শুটিং। ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় যেখানে দেবকে দেখা যাবে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। আর সেই সিনেমার শুটিংয়ের ফাঁকেই দেব ধরা দিয়েছেন অন্য মেজাজে। ধুতি-পাঞ্জাবি পরে একেবারে পুরোদস্তুর জমিদারিয়ানায় মেতে অভিনেতাকে দেখা গিয়েছে ঘোড়াদের ছোলা খাওয়াতে। মোট গোঁফ, পায়ে মোজা-বুট আর ধুতি-পাঞ্জাবিতে দেবকে দিব্যি মানিয়েছে। আর ঘোড়াদের খাওয়ানোর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে সোশ্যাল দুনিয়ায় শেয়ার করেছেন সাংসদ-অভিনেতা। ক্যাপশন সাদামাটা। ছবির মাথায় লেখা, "এমনিই।" আর সেই ছবিতে সাংসদ-অভিনেতা বন্ধুর মানবিকতা দেখেই রুক্মিণী (Rukimini Maitra) মজেছেন। রি-টুইট করে লিখেছেন, "হুমম, এমনিই থেকো...।" আসলে এই তারকাসুলভ ব্যস্তজীবনে অনেকেই হয়তো সারল্যতা ভুলে যান। তবে দেব কিন্তু বরাবরই ভিন্ন ধরনের। স্টার হয়েও সরল জীবনযাপনে বিশ্বাসী তিনি। দেবের এই বিষয়টিই হয়তো রুক্মিণীকে নাড়া দিয়েছে। আর সেই প্রসঙ্গই তিনি টুইটে তুলে ধরতে চেয়েছেন।
প্রসঙ্গত, 'গোলন্দাজ'-(Golondaaz) এর জন্য কম কসরত করতে হয়নি দেবকে। ব্যস্ত শিডিউলের মাঝেও রোজ নিয়ম করে ফুটবল প্র্যাকটিস করেছেন। যেহেতু পিরিয়ডিক ফিল্ম, তাই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর শরীরী ভাষা আয়ত্ত করার জন্য বাধ্য ছাত্রের মতো ওয়ার্কশপও করেছেন। খালি পায়ে ফুটবলের প্রশিক্ষণ নিয়েছেন, যা মোটেই চারটিখানি কথা নয়। এবার অপেক্ষা শুধু বড়পর্দায় দেবকে ভারতীয় ফুটবলের জনকের ভূমিকায় দেখার।