অবশেষে খোলসা হল সত্যবতী রহস্য! দেবের সত্যবতী হচ্ছেন তাঁরই রিয়েল লাইফ কুইন রুক্মিণী মৈত্র। ব্যোমকেশ যখন দেব তখন এর থেকে ভাল সত্যবতী আর হয় কি?
Advertisment
গতকাল ছবির মুহুরত উপলক্ষেই সকলের সামনে রুক্মিণীকে সত্যবতী হিসেবে ঘোষণা করলেন দেব। তাঁর কেরিয়ারে এক বিরাট ছবি হতে চলেছে ব্যোমকেশ দুর্গরহস্য। যদিও, সত্যবতীর চরিত্র নিয়ে নানা গুজব উঠেছিল। এই চরিত্রের জন্য নাকি ধার্য করা হয়েছিল পুজাকেও। তবে, সব জল্পনাই এখন ফ্যাকাশে। এই নিয়ে প্রায় অনেকগুলি ছবিতেই জুটি বাঁধলেন দেব-রুক্মিণী।
বিরসা দাশগুপ্তর সঙ্গে এর আগেও দেব কাজ করেছেন। তবে, এই চরিত্র যেন বেজায় চ্যালেঞ্জিং। একেই বাংলার বুকে ব্যোমকেশের সংখ্যা কম নয়। ফলেই নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করার পালা। রুক্মিণী নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন, "এই কাজের সঙ্গে জুড়তে পেরে আমি ধন্য। সত্যবতী হিসেবে অনেক দায়িত্ব বেড়ে গেল।"
একের পর এক ছক্কা হাকাচ্ছেন দেব। কমার্শিয়াল ছবির সঙ্গে সঙ্গে ঐতাহাসিক ছবিতেও পারদর্শিতার অভাব নেই তাঁর। বিরসা দাশগুপ্তর কাছেও চ্যালেঞ্জিং একথা বলাই যায়। কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল, দিবাকর বন্দোপাধ্যায়ের সঙ্গে। বলাই বাহুল্য, তিনি ব্যোমকেশ নির্মাতাদের মধ্যে অনন্য। তাঁর কাছ থেকেও বেশ কিছু টিপস পেয়েছেন বলেই জানিয়েছেন তিনি। কিন্তু কী কী টিপস পেয়েছেন সেই সম্পর্কে খোলসা করেন নি।
উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে দেব কাটিয়ে ফেলেছেন ১৭ বছর। তারপরেই এই বিরাট চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন। রুক্মিণী সদ্য শেষ করেছেন নটি বিনোদিনীর শুটিং। এখন সমস্ত ফোকাস সত্যবতীর দিকে।