Advertisment

Karan Veer - Rukmini: বিগ বস জয়ী করণকে জড়িয়ে উচ্ছ্বাস রুক্মিণীর, দেবকে কি ভুলেই গেলেন পর্দার বিনোদিনী?

Rukmini Maitra : রুক্মিণী মৈত্র নিজেও মুম্বাইয়ের মেয়ে। তাঁর সঙ্গে বেশ কিছু মুম্বাইয়ের তারকার সাক্ষাৎ পর্যন্ত রয়েছে। সেখানেই তাঁকে দেখা গেল পুরোনো বন্ধুকে সামনে পেয়ে এমনভাবে জড়িয়ে ধরলেন, যেন ...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rukmini maitra wedding-tollywood, karan veer mehra-bigg boss

Rukmini-Karan veer: রুক্মিণী-করণের যুগলবন্দী, দেখুন সেই ভিডিও... Photograph: (Instagram)

Rukmini Maitra-Bigg Boss Karanveer Mehra: রুক্মিণী মৈত্র নিজের ছবি নিয়ে পৌঁছে গিয়েছেন মুম্বাইয়ে। বিনোদিনী রিলিজ করেছে সারা দেশজুড়ে। যদিও বা বাংলার এমন একজন থিয়েটার ব্যক্তিত্বকে সারা দেশের জন্য উচিত। বিশেষ করে, রামকমল মুখোপাধ্যায় মুম্বাইয়ের বেশ জনপ্রিয় পরিচালক। এবং এক দুয়া ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছেন।

Advertisment

অন্যদিকে, রুক্মিণী মৈত্র নিজেও মুম্বাইয়ের মেয়ে। তাঁর সঙ্গে বেশ কিছু মুম্বাইয়ের তারকার সাক্ষাৎ পর্যন্ত রয়েছে। সেখানেই তাঁকে দেখা গেল পুরোনো বন্ধুকে সামনে পেয়ে এমনভাবে জড়িয়ে ধরলেন, যেন বহুদিন পর তাঁকে দেখলেন। আর সেই বন্ধুটি আর কেউ নন, বর্তমানে চর্চায় রয়েছেন এমন এক ব্যক্তি। যিনি তাঁর স্বতন্ত্র স্বভাব এবং শান্ত আচরণের মাধ্যমে সকলের মন কেড়ে নিয়েছেন। তাঁকে নিয়ে সারা দেশে এখন আলোচনা।

সদ্যই শেষ হয়েছে বিগ বস ১৮। সেখানে, বিজয়ী ঘোষিত হয়েছেন করণ বীর মেহরা। আর অভিনেতাকে নিয়ে এখন দারুণ চর্চা। কারণ ভিভিয়ানকে টেক্কা দিয়ে তিনি এবছর বিগ বসের বিজয়ী। তারপর থেকে অনেকের রোষানলে আছেন তিনি। কিন্তু বাংলার এই অভিনেত্রীকে সামনে দেখে যেন কিছুটা পুরোনো বন্ধুত্বকে আবার করে বেঁচে নিলেন। তাঁকে দেখা গেল, বন্ধুকে শক্ত করে জড়িয়ে ধরতে। দুজনে যেন দুজনকে ছাড়তে নারাজ। আসলে, এই বন্ধুটি রুক্মিণী। করণের সঙ্গে তাঁর বন্ধুত্ব বহুদিনের। আর যখন তাঁকে সামনে দেখলেন তাঁর হাল হকিকত জানার সঙ্গে সঙ্গে তাঁকে প্রশংসায় ভাসালেন করণ।

Advertisment

আর তাঁর সঙ্গে সঙ্গে এও দেখা গেল, রুক্মিণীর সঙ্গে নিজে থেকেই ডেলফি তুললেন তিনি। অভিনেত্রীর পরনে আইভরি রঙের শাড়ি, আদ্যোপান্ত বাঙালি সেজে তিনি ধরা দিলেন। আর করণ তাঁর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। অন্যদিকে রুক্মিণী যেন নিজের হাসি থামাতে পারলেন না। তাঁর আনন্দ দেখার মত। কিন্তু, গল্প এখানেই শেষ না। অনেকে রুক্মিণীকে চিনতে না পেরেই ভেবেছিলেন করণ হয়তো বা তাঁর বিশেষ কেউ। কিন্তু, এই ভুল ভাঙিয়ে দিলেন ভক্তরা।

কেউ বললেন, উনাকে নিয়ে খারাপ কথা বলবেন, উনি প্রথম থেকেই একটি সম্পর্কে আছেন। কেউ আবার সোজা সাপটা এমনও বললেন, উনি রুক্মিণী, দেবের প্রেমিকা। আবার কেউ বললেন, করণের কোনটা বন্ধুত্ব আর কোনটা চিপকোনো সেটা জানা উচিত। আবার কেউ হাসির ছলে বললেন, দেব দা মনে হয় কাঁদছে, তাঁকে ভুলে যেও না।

bollywood Rukmini Maitra Karan Mehra bollywood actress Bollywood Actor
Advertisment