Rukmini Maitra On Star Theatre Name Change: সোমবার সন্দেশখালিতে প্রসাশনিক সভা করার ফাঁকে মঞ্চ থেকে বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার ঐতিবহ্যবাহী স্টার থিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। ঐতিহাসিক এই প্রেক্ষাগৃহের নতুন নামকরণ হবে নটী বিনোদিনীর নামে। স্টার থিয়েটারের সঙ্গে নটী বিনোদিনীর যে যোগসূত্র তা আর নতুন করে বলার প্রয়োজনই নেই।
শীঘ্রই বদলে যাচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাগৃহ স্টার থিয়েটারের নাম, নতুন নাম নটী বিনোদিনী হওয়ার খবর পেয়েই আবেগপ্রবণ পর্দার নটী বিনোদিনী। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় করজোড়ের ইমোজি দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন, 'দিদি এই সিদ্ধান্তের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একজন মহিলাকে তাঁর যোগ্য সম্মান দিয়ে ১৪০ বছরের দীর্ঘ লড়াইকে সফল করলেন। নারী জাতির জয়। আপনাকে আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। এক নারীর উত্থানে অন্য নারীর উল্লেখযোগ্য ভূমিকার এক আদর্শ উদাহরণ! বিনোদিনীর টিমের তরফে এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ।'
খুব শীঘ্রই বড় পর্দায় 'নটী বিনোদিনী' হয়ে ধরা দেবেন টলি অভিনেত্রী রুক্মিণী মৈত্র। গত কয়েক বছর বিনোদিনী চরিত্রের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনীর বায়োপিক 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'।
ছক ভাঙা চরিত্রে অভিনয় করে নিজের প্রতিভাকে বারবার দর্শকের দরবারে মেলে ধরেছেন রুক্মিণী। মূল ধারার বাণিজ্যিক ছবি থেকে সত্যবতীর মতো চরিত্র, টেক্কার মতো সিনেমা এমনকী বুমেরাং-এ রুক্মিণীর অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছে। নটী বিনোদনী হয়ে দর্শকের মনে কতটা প্রভাব পেলতে পারেন এখন সেটাই দেখার অপেক্ষা।