/indian-express-bangla/media/media_files/2025/08/24/r3-2025-08-24-14-22-41.jpg)
কেমন আছেন রুক্মিণী?
গতকাল রুক্মিণী মৈত্রকে দেখা গিয়েছিল একেবারেই ফুরফুরে মেজাজে। দেবের বহু প্রতীক্ষিত বক্স অফিস কাঁপানো ছবি ধুমকেতুর বিশেষ স্ক্রিনিং উপলক্ষেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মনের মানুষের হাত ধরে গিয়েছিলেন সেখানে। কিন্তু, তাঁর নাকি মারাত্মক শরীর খারাপ ছিল। সেই শরীর খারাপ নিয়েই দেবের বিশেষ দিনে গিয়েছিলেন তিনি।
জ্বরে কাবু হয়ে পড়েন অভিনেত্রী। বর্তমানে ঘরে ঘরে জ্বর। সকলের মধ্যেই ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। বাদ পড়লেন না দেব-প্রেমিকা নিজেও। সোশ্যাল মিডিয়ায় নিজস্বী পোস্ট করে অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন পর্দার নটী বিনোদিনী। ১০২ জ্বরে কাবু। ইনস্টা স্টোরিতে রুক্মিণী লিখেছেন, 'যখন ভাইরাসের কবলে পড়ে গেলাম। ১০২ নট আউট।' কিন্তু, গতকাল যে উচ্ছ্বাস নিয়ে অনুষ্ঠানে ঘুরে বেড়িয়েছেন তিনি, নুসরতকে কাছে টেনে হামি খেয়েছেন। এমনকি দেবের সঙ্গে ধুমকেতুর সাফল্য উপভোগ করেছেন।
গতকাল অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে তিনি ওষুধের ছবি দিয়েই সমাজ মাধ্যমে লিখেছেন, "ব্যাক টু বেসিক্স। আজ আবার কত ডিগ্রি হবে কে জানে!" এখন কেমন আছেন তিনি? আজও কি আগের মতোই আছেন তিনি? তাঁর শরীরের হাল-হকিকত জানতেই খোঁজ নিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। রুক্মিণী কী জানালেন? তাঁর কথায়...
"আগের মতোই আছি। কোনও বড় বিপদ ঘটেনি আর। এখন সুস্থতার পথে আছি। যারা খোঁজ নিয়েছেন, তাঁদেরকে ধন্যবাদ। আর সকলে যেন নিজেদেরও, ভালো করে খেয়াল রাখে।" প্রসঙ্গে, রুক্মিণী তাঁর শেষ ছবি বিনোদিনী নিয়ে দারুণ আনন্দে ছিলেন। এই ছবি সাফল্য পেয়েই যেন রুক্মিণীর কেরিয়ারে আলাদাই মোড় এনে দিল। এরপর তিনি হাঁটি হাঁটি পা পা ছবির শুটিং করেছেন।