Advertisment

Rukmini Maitra: অগত্যা ঝুলে রয়েছেন রুক্মিণী, কেউ থমকে গেলেন! আবার কেউ তুললেন হাত...

Rukmini maitra news: অভিনেত্রী হঠাৎ কেন এই কান্ড করতে গেলেন, যে টলি তারকারা স্তম্ভিত!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rukmini maitra, rukmini maitra news, rukmini maitra updates, rukmini mitra tollywood

Rukmini News- কী করছেন রুক্মিণী? ছবি- ইনস্টা

রুক্মিণী মৈত্রের হলটা কী? যে অভিনেত্রী হাওয়ায় ভাসতে শুরু করলেন? সকাল সকাল তাঁকে এহেন অবস্থায় দেখে টলিপাড়ায় হইহই রইরই।

Advertisment

একদিকে, জোরকদমে শুটিং করেছেন তিনি। নটি বিনোদিনী কিংবা দ্রৌপদী হোক অথবা এক্কেবারে কমার্শিয়াল ছবি বুমেরাং... রুক্মিণী যথেষ্ট ব্যস্ত। অভিনেত্রী, এর পাশাপাশি শেষ করেছেন দেবের পরের ছবি টেক্কার শুটিং। নিজেকে একসঙ্গে অনেকরকম চরিত্রে ভাঙতে চলেছেন রুক্মিণী।

তাঁর পাশাপাশি নিজেকে শারীরিকভাবে ফিট করতে তিনি কত কান্ড করছেন। দেব ব্যস্ত নির্বাচনে। আর রুক্মিণী নাকি ঝুলে রয়েছেন হাওয়ায়। অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন সেই ছবি। তিনি এমনিও অ্যারোবিক্স করেন। এবার, অভিনেত্রী মানসিক শান্তি খুঁজে পেতেই ঝুলে রইলেন হাওয়ায়।

রুক্মিণী লিখছেন, "এই তো শুধু এদিক ওদিক ঝুলে রয়েছি"। অভিনেত্রীর এহেন ঝুলে থাকা দেখে বাহবা দিচ্ছেন টলিপাড়ার সকলেই। ইশা সাহা বলছেন দারুণ, আবার বিরসা দাশগুপ্ত তো তাঁর নাম বলতে গিয়েই থেমে গেলেন। নীলাঞ্জনা সেনগুপ্তও হাত তুলে সাবাশি দিলেন।

প্রসঙ্গত, অভিনেত্রী একের পর এক রিলিজের জন্য প্রস্তুত। নানা চরিত্রে তিনি অভিনয় করছেন। দেব যখন রাজনীতির মঞ্চে প্রমোশন করবেন, তখন তাঁকে দেখা যায় কিনা সেটাই আলোচনার বিষয়।

tollywood Entertainment News Rukmini Maitra
Advertisment