Advertisment
Presenting Partner
Desktop GIF

Binodini: 'নারীর নিস্তার নেই...', বিনী থেকে বিনোদ বিবি- ভাব ভঙ্গির মায়ায় ফেলবেন গিরিশ বাবুর 'বিনোদিনী' রুক্মিণী, দেখুন ট্রেলার

Rukmini As Binodini: বহুদিন ধরেই চর্চায় ছিল এই ছবি। রুক্মিণী মৈত্র, পর্দার বিনোদিনী হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। আজ সেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। বিনি থেকে গিরিশ বাবুর হাত ধরে বিনোদিনী হয়ে ওঠার গল্প এই ছবি।

author-image
Anurupa Chakraborty
New Update
binodini trailer-rukmini

প্রকাশ্যে বিনোদিনী ছবির ট্রেলার Photograph: (ফাইল চিত্র )

Binodini Trailer: এ এক এমন গল্প, যেখানে এক থিয়েটার অভিনেত্রীর সঙ্গে সঙ্গে তাঁর স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া থেকে বাংলার ইতিহাসের সঙ্গে জুড়ে থাকা এক নাট্য ব্যক্তিত্বের গল্প বলবে। যার জীবনে এমন কিছু মানুষ ভূমিকা রেখেছিলেন, তাঁদের ছাড়া নটি বিনোদিনী একদম অসম্পূর্ণ।

Advertisment

বহুদিন ধরেই চর্চায় ছিল এই ছবি। রুক্মিণী মৈত্র ( Rukmini Maitra ), পর্দার বিনোদিনী হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। আজ সেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। বিনি থেকে গিরিশ বাবুর হাত ধরে বিনোদিনী হয়ে ওঠার গল্প এই ছবি। পতিতালয়ের এক এমন মেয়ে, যে স্বপ্ন দেখার সাহস করেছিল, এবং স্বপ্ন পূরণের  পথে পা বাড়ানোর পরে আর পাঁচটা মেয়েকে যা যা শুনতে হয়, তাঁকেও সেই যুগে ঠিক তাই তাই শুনতে হয়েছিল। পতিতালয়ের এক মেয়ে, সে ভাল অভিনয় করবে? বাঁকা চোখে তাকিয়েছিলেন অনেকেই।

কৌশিক গঙ্গোপাধ্যায় রয়েছেন গিরিশ ঘোষের ভূমিকায়। তাঁর হাত ধরেই বিনি পা রেখেছিল নাট্যমঞ্চের দুনিয়ায়। তারপর নিজের অভিনয় দক্ষতা এবং প্রতিভায় মুগ্ধ করেছেন সকলকে। থিয়েটার মঞ্চ কাঁপিয়েছেন এই দাপুটে অভিনেত্রী। কিন্তু, একজন অভিনেত্রীর যে ব্যক্তিগত জীবন বলে, কিছু থাকে সেকথা সকলেই যেন ভুলে যান। অভিনয় মায়ার খেলা, কিন্তু অভিনেত্রীকে দেখার ভিড়ে বাকিরা কেউ মনের খোঁজ নেয় না। বিনোদিনীর জীবন কোনও উপন্যাসের থেকে কম না।

Advertisment

বিনি থেকে বিনোদিনী এবং তারপর গুরমুখ রাইয়ের বিনোদ বিবি। তাঁর নামে, নতুন থিয়েটার বানিয়ে দিয়েছিলেন। সেই স্টার থিয়েটার, এবং তাঁর মধ্যে আবর্তিত হয়েছিল বিনোদিনীর জীবন। ট্রেলারে আরও দেখা যাচ্ছে, কিভাবে থিয়েটারকে রীতিমতো পুজো করতেন তিনি। তাঁর জীবনে অনেক মানুষ এসেছেন এবং গিয়েছেন কিন্তু, থিয়েটারের মঞ্চকে যে সম্মানে তিনি দেখতেন, সেই ভাব এবং ভালবাসা কোনোদিন কমেনি। ছবিতে, স্বাধীনতা আন্দোলনে গিরিশ বাবুর সঙ্গে বিনোদিনী দাসীর ভূমিকাও যে নেহাত কম না, সেটিও দেখা যেতে চলেছে।

উল্লেখ্য, এই ছবিতে রুক্মিণী মৈত্র এবং কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও রয়েছেন রাহুল বোস, ওম সহানি এবং মীর।

Tollywood Actress tollywood Kaushik Ganguly Rukmini Maitra
Advertisment