Noti Binodini: রামকমল মুখোপাধ্যায় পরিচালিত আগামী ছবি 'নটী বিনোদিনী-একটি নারীর উপাখ্যান'। বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করছেন টলি ক্যুইন রুক্মিণী মৈত্র। সিনেমার প্রযোজনার দায়িত্বে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। ছবি মুক্তির আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, স্টার থিয়েটারের নাম বদলে হবে বিনোদিনীর নামে। এই খবরে আনন্দে কেঁদে ফেলেছিলেন পর্দার বিনোদিনী।
এক নারীর ১৪০ বছরের লড়াইয়ের জয়ের জন্য মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ রুক্মিণী। ৫ জানুয়ারি রবিবাসরীয় সকালে মুক্তি পেল নটী বিনোদিনীর মোশন পোস্টার। দেবের প্রযোজনা সংস্থা ও রুক্মিণী দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, 'বঙ্গ রঙ্গ মঞ্চের কিংবদন্তী অভিনেত্রী বিনোদিনী দাসীর জীবন কাহিনী নিয়ে আপনাদের কাছে আসছি জানুয়ারি ২৩ তারিখ। বিনোদিনী - একটি নটীর উপাখ্যান আমাদের বিনম্র নিবেদন সেই কিংবদন্তী অভিনেত্রীর উদ্দেশ্যে।'
ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন রুক্মিণী। কেরিয়ারের শুরুর দিকে মূল ধারার বাণিজ্যিক ছবিতে যেমন অভিনয় করেছেন তেমনই আবার ব্যোমকেশের সত্যবতীও হয়েছেন রুক্মিণী। টেক্কাকে লুক বদলে দর্শককে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। এবার বিনোদিনী দাসীর চরিত্রে দর্শকের মনের কতটা কাছে পৌঁছতে পারেন সেটাই দেখার অপেক্ষা।
নটী বিনোদিনীর শতাধিক বছরের বঞ্চনা থেকে অভিশাপময় জীবনের কাহিনিকেই পর্দায় ফুটিয়ে তুলবেন রুক্মিণী। রামকমলের নির্দেশনায় রুক্মিণী থেকে নটী বিনোদিনী হয়ে ওঠার জার্নি সিলভার স্ক্রিনে দেখার অপেক্ষায় আপামর বাংলা ছবির দর্শক। বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।
ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই দেব তাঁর পরবর্তী প্রযোজিত ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যানের গুরুত্বপূর্ন চরিত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিয়ে বিশেষ পোস্টার উন্মোচন করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন, চন্দন রায় স্যানাল। তাঁর প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই অনেকে বেশ অবাক হয়েছেন।
নাটক এবং থিয়েটার দেখতে ঠাকুর স্টার থিয়েটারে যেতেন। সেই স্টার থিয়েটার বিনোদিনী দাসীর জীবনে শুধু একটি মঞ্চ না, বরং এটি তাঁর আত্ম পরিচয়ের একটি স্থানও বটে। সেই থিয়েটারের নাম বদলে গিয়ে হচ্ছে বিনোদিনী থিয়েটার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পর্দার বিনোদিনী লেখেন, আজ স্বপ্নপূরণের দিন। আজ দীর্ঘ শতাধিক বছরের বঞ্চনা থেকে অভিশাপ মুক্তির দিন। আজ নিজেকে ফিরে পাওয়ার দিন।
রুক্মিনী যোগ করেন, আমরা যেমন স্বাধীনতার জন্য শতাধিক বছর ধরে লড়াই করেছিলাম, তেমনই বিনোদিনী দাসী নিজের প্রাপ্য সম্মানের জন্যে শতাধিক বছর ধরে লড়াই করে যাচ্ছেন। আজ প্রায় ১৪০ বছর পর আজ সেই স্বপ্ন পূরণের দিন। আজ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য নটি বিনোদিনীর স্বপ্নের স্টার থিয়েটার, " বিনোদিনী থিয়েটার।" আর তা শুধুমাত্র হল আমাদের সবার প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্য।প্রণাম দিদি। ৩০ ডিসেম্বর ২০২৪ সত্যিই স্বপ্ন পূরণের দিন।