scorecardresearch

বড় খবর

ঝগড়া পিছু ছাড়ছে না, শেষ নেই অভিযোগের, প্রকাশ্যে একে অপরকে দুষছেন দেব-রুক্মিণী!

প্রথম দেখা কীভাবে হয়েছিল… এই নিয়েই বিরোধ তুঙ্গে! তারপর?

dev, rukmini, dev-rukmini, dev-rukmini romance, dev-rukmini relation, dev-rukmini tolly news
দেব-রুক্মিণী

রুক্মিণীর দিকে হাঁ করে তাকিয়ে ছিলেন দেব ( Dev ), প্রথম দিনেই তাঁকে মনে ধরেছিল টলিউডের সুপারস্টারের! কিন্তু কী হয়েছিল আসলে? ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন দেব এবং রুক্মিণী (Rukmini Maitra )।

দুজনেই টলিপাড়ার বেশ জনপ্রিয় তারকা। যদিও ইন্ডাস্ট্রিতে দেবের আগমন ঘটেছিল অনেকদিন আগে। আর রুক্মিণী তখন মডেলিং করছেন। দুজনের দেখা হল কীভাবে? সাক্ষী ছিল ভেঙ্কটেশ ফিল্মসের অফিস। বন্ধুদের সঙ্গে কনসার্ট দেখতে যাচ্ছিলেন রুক্মিণী। সেখানেই নাকি তাঁকে দেখে হাঁ হয়ে গিয়েছিলেন দেব! রুক্মিণী বলেন, “থুতনিতে হাত দিয়ে একনাগাড়ে দেখে যাচ্ছিল দেব। আর আমার বন্ধুরা সমানে আমায় বলছে ওই ছেলেটা তকে দেখছে। একটা ছেলে অনেক্ষন তাকিয়ে থাকলে মেয়েরা বুঝতে পারে না”?

শাশ্বত চট্টোপাধ্যায়ের অপুর সংসারে এসেই এই বিষয়ে মুখ খুলেছিলেন রুক্মিণী-দেব। যদিও দেব নিজের সাপোর্টে অন্য কথাই বলেছিলেন। তাঁর কথায়, রুক্মিণীকে মোটেই দেখছিলেন না, বরং রাজ চক্রবর্তীর ছবি ‘প্রেম আমারের’ জন্যই রুক্মিণীর কথা ভেবেছিলেন তিনি। সোজা গিয়ে মনি-শ্রীকান্তকে জানিয়েছিলেন সেই কথা। কিন্তু রুক্মিণী তা মেনে নিতে নারাজ। দেবকে দেখে নাকি চিনতেই পারেন নি রুক্মিণী। কিন্তু অভিনেতা বললেন…

“একদিন হঠাৎ করেই মনি আমায় ফোন করে বলল যে সেই মেয়েটা তোর সঙ্গে দেখা করতে চায়। একথা শোনার পরেই সাফাই গাইলেন টলিপাড়ার নতুন নটী। বললেন, আমি না! আমার বন্ধু, ও দেবের এতবড় ফ্যান যে মণিদা-কে বলে বাধ্য হয়েছিলাম দেখা করাতে”। সেদিনের সেই দেখা আজও মনে রয়েছে তাঁদের। সেদিন তুমুল ঝগড়া করেছিলেন দেব-রুক্মিণী। যদিও এই কথোপকথনের মাঝেও কিন্তু কমবার ঝগড়া লাগেনি। বরং বার বার থামিয়েছিলেন শ্বাশ্বত।

উল্লেখ্য, বর্তমানে নটীর ভুমিকায় দেখা যাবে রুক্মিণীকে। সেই কারণে তালিমও নিচ্ছেন অভিনেত্রী। শেষ দেড় বছরে একটি ছবিতেও সময় দেন নি। দেবের প্রযোজনায় এই ছবির শুটিং শুরু হয়েছে। রিলিজ করবে খুব শীঘ্রই। অন্যদিকে দেব ব্যস্ত নানান কাজে। বাঘা যতীন থেকে নতুন করে ব্যোমকেশ- কেরিয়ারে বিরাট চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন অভিনেতা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rukmini moitra and dev adhikari how they knew each other