/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/rukmini.jpg)
চূড়ান্ত ক্রিকেট খেললেন রুক্মিণী...
টলিউডে ক্রিকেট খেলার ঘটনা নেহাতই নতুন নয়। বরং তারকারা বহু বছর ধরে CCL খেলে আসছেন। এবার তো তারা ট্রফি জিতে ফিরেছেন। কিন্তু দেবের ক্রিকেটের প্রতি যে ভালবাসা, সেটা দেখার মত।
মাঝেমধ্যেই, আনন্দ করতে, একটু মজা করতে দেব সদলবলে বেড়িয়ে পড়েন ক্রিকেট খেলতে। নানা সময় সেসব ছবি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার তিনি না। বরং তাঁর বিশেষ বান্ধবী রুক্মিণী ব্যাট হাতে যা করলেন, তাতে দেবের হাসি ধরছে না। টলিউডে কি তবে RPL এর দ্বিতীয় সিজন শুরু হতে চলেছে? এমনটাই জানালেন অভিনেত্রী।
রুক্মিণী, তাও আবার ব্যাটিং পিচে! র্যাম্প ওয়াক করতে করতেই ব্যাটে বলে কয়েকটা ছয় মারলেন। দেবের হাসি দেখে কে? অভিনেত্রী যা করলেন, তাঁর একটি ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
কী দেখা গেল সেই ভিডিওতে?
অভিনেত্রী আর পাঁচজনের মত ক্রিকেটের পোশাক পরে না। বরং শাড়ি পড়েই খেলা দেখিয়ে দিলেন। দেব হাসবেন না বাঁকা চোখে তাকাবেন সেটা বুঝতে পারছিলেন না। একটা সময় তো, রুক্মিণীর হাত থেকে ব্যাট কেড়ে নিতেও চাইলেন। কিন্তু ক্রিকেট যে একটু হলেও খেলতে পারেন, সেটা প্রমাণ করে দিলেন তিনি।
হাসির বিষয় এখানেই, রুক্মিণী যখন ব্যাট করছেন তখন দেব দাঁড়িয়ে রয়েছেন উইকেট কিপার হিসেবে। একসময় তো, রুক্মিণী শট মারলেন আর দেব ক্যাচ ধরে নিলেন। ঠিক বাচ্চারা যেমন আউট হওয়ার পরও ব্যাট রেখে দিতে চান না, রুক্মিণী নিজেও তাই। শাড়ি পড়েই, পিচ কাঁপিয়ে দিলেন। এদিকে দেবকে উইকেটের পেছনে দেখে হাসছেন ভক্তরা। কেউ বলছেন, 'এমন ভাল কিপার আগে পাও নি রুক্মিণী di'। আবার কারওর কথায়, 'শাড়ি পরে ক্রিকেট?'
সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখলেন, সবাইকে রুক্মিণী প্রিমিয়ার লিগের দ্বিতীয় সিজনে স্বাগত জানালাম। একটু প্রাকটিস করতে গিয়েছিলাম। কিন্তু শাড়ি পরে, তাই বলে আমি সরি না। উল্লেখ্য, শেষ রুক্মিণীকে দেখা গিয়েছিল বুমেরাং ছবিতে। এবছর বর্ষসেরা শিল্পী হিসেবে 'মহানায়ক' সম্মান পেয়েছেন তিনি।