Advertisment
Presenting Partner
Desktop GIF

Rukmini Maitra: 'কে বলেছে জিৎদা মাটির মানুষ?' নতুন অভিজ্ঞতা মোটেই ভাল নয় রুক্মিণীর! 

Rukmini moitra news: আসন্ন নতুন ছবি, রুক্মিণী জিতের প্রসঙ্গে বলেন...

author-image
Anurupa Chakraborty
New Update
Rukmini moitra shared working in boomerang with jeet was a different experience tollywood news

জিতের প্রসঙ্গে কী বললেন রুক্মিণী?

Jeet's Boomerang: জিতের সঙ্গে নয়া ছবিতে রুক্মিণী। এবার তিনি টলিউডের আরেক সুপারস্টারের সঙ্গে কাজ করছেন। অভিনেত্রী বেশিরভাগ ছবি করেছেন দেবের সঙ্গে। আর এই প্রথমবার জিতের ( Jeet ) সঙ্গে কাজ। 

Advertisment

প্রথম কাজ, নিশ্চই অভিজ্ঞতা খুব ভাল। অভিনেত্রী আজ বুমেরাং ছবির ট্রেলার লঞ্চেই জানালেন আসল সত্যিটা। জিৎ এর সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা মোটেই ভাল না? প্রকাশ্যে এমনই বললেন রুক্মিণী ( Rukmini Maitra )! সত্যিই তাই? জিতের সঙ্গে অভিনয় করতে গিয়েই ভাল অভিজ্ঞতা হয়নি তাঁর? 

আজ খুল্লামখুল্লা সোজাসুজি মুখ বেঁকিয়ে বললেন, "যদি জিজ্ঞেস করে থাকো যে জিতের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কী? আমি বলব একদম ভাল না। আর কে বলেছে জিৎ দা মাটির মানুষ? জিৎ দার মাটিতে পা পড়ছে না। জিৎ দা তো সমানে উড়ছে! এমনি এমনি না, বলছে আমি সুপারবাইকে উড়ব। তাহলে তাঁর মাটিতে পা কোথায়? এসব তাঁকে দিয়েই সম্ভব। জিৎ দা ছাড়া এগুলো সম্ভব না।"

এখানেই শেষ না। দেবের সঙ্গে সুন্দর মিষ্টি সম্পর্ক তাঁর। সেখানে দেবের বন্ধুত্বের পাশাপাশি রুক্মিণী এখন জিতের বন্ধুত্বের পরিচয় দিলেন। বলেন, "আমার জীবনে জিৎ মদনানি একজন খুব ভাল বন্ধু, আর সারাজীবন আমার এটা স্মরণ থাকবে। আপনাদের সুপারস্টার কী করে জানেন? বলে, আগে গল্প হোক তারপর শট দেব।"

উল্লেখ্য, বাংলার প্রথম সাইফাই কমেডি ছবি হতে চলেছে এটি। জিৎ এর সংলাপ - বাবা তুলে কথা নয়, বেশ নজরে এসেছে। আজ ছবি ট্রেলার লঞ্চেও উপস্থিত ছিলেন জিৎ এবং অন্যান্য অনেকেই। 

tollywood jeet Rukmini Moitra Entertainment News
Advertisment