Advertisment
Presenting Partner
Desktop GIF

অসুস্থ ঐন্দ্রিলার চিকিৎসার খরচ দিচ্ছেন মিঠুন-মমতা! মুখ খুললেন বন্ধু সব্যসাচী

আদৌ কতটা সত্যি সেকথা? মুখ খুললেন 'বামাক্ষ্যাপা' অভিনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Oindrila Sharma, Sabyasachi Chowdhury, health update of Oindrila Sharma, সব্যসাচী চৌধুরী, ঐন্দ্রিলা শর্মা, bengali news today

ক্যানসারের সঙ্গে যুদ্ধ! ঐন্দ্রিলাকে বাঁচাতে জান দিয়ে লড়ছেন সব্যসাচী

মাসখানেক ধরেই অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila Sharma)। কর্কটরোগে ভুগছেন। মারণ রোগের কোপে অভিনয় দুনিয়া থেকেও এখন দীরে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই কঠিন পরিস্থিতিতে মন খারাপ তাঁর। নেটমাধ্যমে একাধিকবারই তাঁর পোস্টে উঠে এসেছে সেই মন খারাপের কথা। এসবের মাঝেই অভিনেত্রীকে নিয়ে রটনা, তাঁর ক্যানসার চিকিৎসার টাকা নাকি জোগাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবার কোনও এক ইউটিউব চ্যানেলে শোনা যায়, অসুস্থ ঐন্দ্রিলার চিকিৎসায় আর্থিক সাহায্য করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আদৌ কতটা সত্যি সেকথা? সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ঐন্দ্রিলা শর্মার বন্ধু সব্যসাচী চৌধুরী।

Advertisment

শুক্রবার রাতে একটি দীর্ঘ পোস্ট করেছেন 'বামাক্ষ্যাপা' অভিনেতা। সেখানেই তিনি জানান যে, এসব রটনা ছাড়া আর কিছুই নয়। ঐন্দ্রিলাই নাকি আক্ষেপের সুরে সব্যসাচীকে জানিয়েছেন যে, "এই দেখো মিঠুন চক্রবর্তী নাকি আমার ট্রিটমেন্টের টাকা দিচ্ছেন!" আবার কখনও বা ইউটিউবে রটনা দেখে তাঁর মন্তব্য, "যাহ! আজ মিঠুনদা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আমার চিকিৎসার খরচ জোগাচ্ছেন!" আসলে মিঠুন বা মমতার কেউই ঐন্দ্রিলার চিকিৎসার আর্থিক সাহায্য করেননি। তাছাড়া অভিনেত্রীর পরিবারের তরফেও এমন কোনও সাহায্য চাওয়া হয়নি। সেইসব কথাই সব্যসাচীর পোস্ট পড়ে জানা গিয়েছে।

<আরও পড়ুন: বাবাকে শ্রদ্ধার্ঘ্য, কিশোরের জন্মদিনে নয়া চমক নিয়ে আসছেন ছেলে অমিত কুমার>

প্রসঙ্গত, ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকেই ঐন্দ্রিলাকে আগলে রাখছেন সব্যসাচী। গত জুলাই মাসটা খুব সংকটের মধ্য দিয়ে কাটলেও শুক্রবার তাঁর রেডিয়েশন প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী নভেম্বর অবধি কেমোথেরাপি চলবে। ক্যানসার চিকিৎসার জন্য শরীরও দুর্বল হয়ে গিয়েছে অভিনেত্রীর।

একটা সময়ে নাকি ঐন্দ্রিলার শরীরে শ্বেত কণিকার পরিমাণ কমে গিয়ে এরকমও পরিস্থিতি এসেছিল যে, বাথরুমে যাওয়ার ক্ষমতা অবধি ছিল না তাঁর। মায়ের সাহায্য নিয়েই হেঁটেচলে বেড়াতে হত তাঁকে। আর এমন কঠিন অসুখের মাঝেও নানা রটনা শুনে মন শক্ত রেখেছেন ঐন্দ্রিলা। এমনটাই জানিয়েছেন সব্যসাচী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee tollywood mithun chakraborty Oindrila Sharma Sabyasachi Chowdhury
Advertisment