Advertisment

শাহরুখকে নিয়েই কি 'সত্তে পে সত্তা' রিমেক করবেন ফারহা?

Shah Rukh Khan, Farah Khan: আশির দশকের সুপারহিট ছবি সত্তে পে সত্তা-র রিমেক নিয়ে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না হলেও নায়কের নাম নিয়েও শুরু হয়েছে জল্পনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rumours abound on Farah Khan's Satte Pe Satta remake with Shah Rukh

ফারহা-শাহরুখের ছবি শাহরুখ খানের ফ্য়ানক্লাব থেকে সংগৃহীত

Shah Rukh Khan, Farah Khan, Satte Pe Satta Remake: বেশ কিছুদিন হল বলিউডে একটি নতুন রিমেক ছবির গুঞ্জন শোনা যাচ্ছে। আশির দশকের অন্যতম সুপারহিট ছবি ছিল সত্তে পে সত্তা। সাত ভাইয়ের সংসারে এসে পড়ে একমাত্র বউদি। প্রায় বনমানুষদের মানুষ করার মতো করেই ছয় দেওরকে দেখাশোনা করতে হয় তাকে। এরই মধ্যে ওই সাত ভাই জড়িয়ে পড়ে ভিলেনের ষড়যন্ত্রে, গল্প টুইস্ট হয়ে ঢুকে পড়ে নায়কের ডবল রোল! দাদা-বউদি ও বাকি ভাইদের বুদ্ধিবলে সমস্যার সমাধান হয়, সঙ্গে বাকি ছয় ভাইয়ের জীবনেও বেজে ওঠে প্রেমের সেতার। আশির দশকের এই জমজমাট কমেডির নায়ক-নায়িকা ছিলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। বলিউডে সম্প্রতি শোনা গিয়েছে যে ওই ছবির রিমেক করতে চলেছেন ফারহা খান।

Advertisment

মিস মালিনী ডট কম-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ছবির নায়কের ভূমিকায় শাহরুখকেই পছন্দ পরিচালকের। ইতিমধ্য়েই নাকি শাহরুখকে ছবির চিত্রনাট্য় পাঠানো হয়েছে এবং শোনা গিয়েছে, এই প্রজেক্টটি নিয়ে খুবই উৎসাহিত বলিউড বাদশা। মূল ছবিটি একটি দুর্দান্ত কমেডি ছিল। সেই মেজাজটি থাকবে রিমেকেও এমনটাই শোনা যাচ্ছে।

Satte Pe Satta ১৯৮২-র ছবির একটি দৃশ্য়। ইউটিউব থেকে সংগৃহীত।

আরও পড়ুন: ডেটিং অ্য়াপ কি ভাল? ‘ইন্দু কি জওয়ানি’-র পরিচালক জানালেন গল্পের আগের গল্প

ম্যয় হুঁ না, ওম শান্তি ওম থেকে হ্যাপি নিউ ইয়ার, বিগত দশ বছরে ফারহা-শাহরুখ জুটি বেশ কয়েকটি সুপারহিট উপহার দিয়েছে। বাস্তব জীবনেও দুজনে খুব ভাল বন্ধু। তাই সত্যি যদি এই জুটির হাত ধরেই রিমেক হয় সত্তে পে সত্তা, তবে সেটা খুব ভালই হবে আশা করা যায়।

ছবির নায়িকার নাম নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। ফারহা নাকি হেমা মালিনী-অভিনীত চরিত্রে ক্যাটরিনাকে কাস্টিং করার কথা ভাবছেন, তাও শোনা গিয়েছে। তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি এখনও কারণ ক্য়াটরিনা এই মুহূর্তে ভারত ছবির প্রচারে ব্যস্ত। সেই সব ব্য়স্ততা কাটলেই ফারহার সঙ্গে আলোচনায় বসবেন ক্য়াটরিনা, এমন জানা গিয়েছে বলিউড গসিপ ম্য়াগাজিনগুলির একাধিক প্রতিবেদনে।

bollywood
Advertisment