/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Untitled-design-2021-08-15T211048.466.jpg)
ফাইল ছবি
I-Day Celebration: বলিউডের পাওয়ার দম্পতি হিসেবে পরিচিত মিলিন্দ সোমান এবং অঙ্কিতা কোনওয়ার। শরীর এবং স্বাস্থ্য, এই দুয়ের সঙ্গে কোনোভাবেই আপস করেন না এই তারকা দম্পতি। ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস উদযাপনে ২৮ কিমি দৌড়ে ফের একবার প্রমাণ করলেন। এই কীর্তি গড়ে নতুন মাইলস্টোন খাড়া করলেন তরুণ প্রজন্মের কাছে।
এদিনেই আবার গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটির লক্ষে দৌড় শুরু করেছেন মিলিন্দ সোমান। ৮ দিনে ৪১৬ কিমি পথ পাড়ি দেবেন তিনি। এমনটাই ইনস্টাগ্রামে জানিয়েছেন মিলিন্দ। এদিনের দৌড় প্রসঙ্গে অঙ্কিতা একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপনে ২৮ কিমি দৌড়লাম। আমাকে সঙ্গ দিয়েছেন মিলিন্দ। আমাদের এই দৌড়পথে ১৬টি ফ্লাইওভার পেরোতে হয়েছে। এর জন্য আমার গ্রাম এবং পাহাড়কে ধন্যবাদ। যারা আমায় এই চড়াই-উতরাই পেরোতে সাহায্য করেছে।‘
এমনকি, স্বাধীনতা দিবসে তাঁর বার্তা, ‘আমার আশা আগামি দিনে আমরা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক ভাবে নিজেদের অভিযোজিত করব। একটা সমাজ হিসেবে একটা প্রজাতি এবং দেশ হিসেবে। ভগবান যানে আমাদের এই অভিযোজন দরকার।‘
এদিকে, মুম্বাই থেকে গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটি দৌড়নোর লক্ষে এদিন থেকে যাত্রা শুরু করেছে মিলিন্দ। তিনি বলেন, ‘এই যাত্রা পথে সুস্থ এবং ফিট থাকতে কী করণীয়, সেটাই প্রচার করব।‘ নিজের ইনস্টাগ্রাম পোস্টে মিলিন্দ লেখেন, ‘ঐক্য, স্বাস্থ্য, শান্তি, সম্প্রীতির লক্ষে জয় হিন্দ!’
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন