/indian-express-bangla/media/media_files/2025/10/31/rupa-2025-10-31-12-13-04.jpg)
আবার কী করলেন তিনি?
Actress Rupa Dutta arrestd: আবারও একবার পুরনো ঘটনার উত্থান। এর আগেও একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন তিনি। এবারও আর ব্যতিক্রম না। অভিনেত্রী রুপা দত্ত তিনি গ্রেফতার আবার। সিনে-দুনিয়ায় কাজ করেছিলেন অঙ্কুশ হাজরার সঙ্গে। কেল্লাফতে ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এবারে তার বিরুদ্ধে অভিযোগ সোনার গয়না চুরি করার। ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন অভিনেত্রী।
রূপা দত্ত, এর আগেও একবার পুলিশের জালে ধরা পড়েছিলেন। তবে এবার যা অভিযোগ উঠে আসছে, অভিযোগকারীর পার্স চুরি করেছিলেন তিনি। কী কী জানা যাচ্ছে?
মাত্র ৪২-বছরে সব শেষ! প্রয়াত কিংবদন্তি অভিনেতা
১৫ অক্টোবর, ২০২৫ তারিখে বিকেল ৪:১৫ থেকে ৪:৩০ এর মধ্যে চুরি হওয়া পার্সের ভিতরে ছিলঃ
১) প্রায় ২০ গ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র,
২) বৈষ্ণো দেবীর লকেটসহ প্রায় ২১ গ্রাম ওজনের একটি মহিলার সোনার চেইন,
৩) যথাক্রমে ১৩ গ্রাম ও ৯ গ্রাম ওজনের দুইটি মহিলার সোনার ব্রেসলেট এবং
৪) নগদ ৪,০০০ টাকা। ঘটনাটি ঘটে যখন অভিযোগকারী, আদি বাঁশতলা লেন, থানা–পোস্তা, কলকাতা–০৭ এলাকার একটি দোকানে কেনাকাটা করছিলেন।
Jemimah Rodrigues: ১২৭...নট আউট, 'দুরন্ত' জেমাইমা-কে হিরো স্বীকারোক্তি অভিনেতার
ঘটনার তদন্তে পুলিশ স্টেশন ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। পাশাপাশি তথ্যদাতাদেরও ভিডিও ফুটেজ দেখানো হয়। নির্ভরযোগ্য সূত্রের তথ্য ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে বড়বাজার এলাকায় গোপন পর্যবেক্ষণ শুরু করে পুলিশ। অভিযানের সময় ডিডি ওয়াচ সেকশনের টিম, মহিলা পুলিশের সহায়তায়, ব্র্যাবোর্ন রোডের নন্দরাম মার্কেটের নিকট থেকে মহিলা অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারপরেই জানা যায়, এই অভিযুক্ত আসলে রূপা দত্ত।
তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বয়ানের ভিত্তিতে তার বাড়ি—৬৩বি, গড়চা রোড, কলকাতা–১৯ থেকে একটি সোনার মঙ্গলসূত্র, বৈষ্ণো দেবীর লকেটসহ একটি মহিলার সোনার চেইন এবং দুইটি মহিলার সোনার ব্রেসলেট (মোট ওজন প্রায় ৬২.৯৫ গ্রাম) উদ্ধার করা হয়েছে। সাক্ষীদের উপস্থিতিতে এবং সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এই সামগ্রীগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us