Rupali Ganguly: সৎ মেয়ের সঙ্গে আইনি ঝামেলায় জেরবার, মহাকুম্ভে পাপমোচনে রুপালি?

Rupali Ganguly: তিনি অনুপমা ধারাবাহিকের জন্য বিখ্যাত। এই সিরিয়ালের মাধ্যমেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এবার তিনিও সপরিবারে গেলেন কুম্ভে ডুব লাগাতে। শুধু তাই নয়, তাঁকে নিয়ে হল সমালোচনাও...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rupali maha kumbh visit in prayagraj

rupali-Maha kumbh: রুপালীর কুম্ভ স্নানের ভিডিও ভাইরাল... Photograph: (Instagram)

পুণ্য অর্জনের লোভ কার থাকে না? তারকাদের মধ্যে অনেকেই পুণ্যের আশায় মহাকুম্ভে গিয়েছেন। গঙ্গায় সঙ্গমে ডুব লাগিয়েছেন অনেকেই। এবার বাদ পড়লেন না শেষ মাস ধরে বিতর্কে রয়েছেন এমন এক অভিনেত্রী। প্রসঙ্গে রুপালি গাঙ্গুলি। 

Advertisment

তিনি অনুপমা ধারাবাহিকের জন্য বিখ্যাত। এই সিরিয়ালের মাধ্যমেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এবার তিনিও সপরিবারে গেলেন কুম্ভে ডুব লাগাতে। শুধু তাই নয়, তাঁকে নিয়ে হল সমালোচনাও। কারণ, শেষ কিছু মাসে তিনি বেশ আলোচনায় আছেন। সৎ মেয়ের সঙ্গে গণ্ডগোল, আইনি ঝামেলার কথা অনেকেই জানেন।

বেশ কিছুমাস আগে তাঁর সৎ মেয়ে জানান, যে রুপালিই তাঁর মায়ের এবং বাবার সংসার ভেঙেছেন। তাঁদের জীবনের আসল কালপ্রিট এই অভিনেত্রীই। রুপালির বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন তিনি। তারপর নড়েচড়ে বসেন তিনি। কিন্তু, প্রশ্ন এখন এখানেই যে তাহলে কি তিনি পুণ্য অর্জনের সঙ্গে সঙ্গে পাপ ধুতেও গেলেন? প্রশ্ন উঠছে এমনই। অভিনেত্রীকে দেখা গেল জল অর্পণ করতে। ডুব দেওয়ার পর, হাত জোড় করে প্রণাম করলেন তিনি। 

Advertisment

সমাজ মাধ্যমে কী লিখছেন? 

অতিপ্রাকৃত, অবিস্মরণীয়, আশ্চর্যজনক, চিরন্তন, মা গঙ্গা, মহাকুম্ভ, মহাকুম্ভ। পরিবারের সাথে এই অভিজ্ঞতা পেয়ে ধন্য। আমরা এতটাই মন্ত্রমুগ্ধ হয়েছিলাম যে স্নানের সময় চিরাচরিত ছবি তুলতে ভুলে গিয়েছিলাম…. বিশ্বাস, মানুষ, ধর্ম, শক্তি সব জুড়ে এবং অপ্রতিরোধ্য এক অনুভূতি। 

তিনি আরও লিখছেন... "রুদ্রাংশ এবং অশ্বিনের সাথে এই অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং গঙ্গা মায়ের বিশাল, উদারতা এবং শক্তি অনুভব করা ছিল এক ভিন্ন অভিজ্ঞতা যা শেষ নিঃশ্বাস পর্যন্ত আত্মায় অঙ্কিত থাকবে। মহাকুম্ভে আমরা কেবল গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমে স্নানই করিনি, বরং নিজেরা ভক্তি, বিশ্বাস এবং অলৌকিক শক্তির অভিজ্ঞতাও পেয়েছি।" 

এদিকে, তাঁকে প্রয়াগে দেখেই আনন্দে আত্মহারা তাঁর ভক্তরা। এমনকি, কেউ কেউ তো নিজের বাড়িতে তাঁকে আমন্ত্রণ পর্যন্ত জানালেন। 

bollywood bollywood actress Rupali Ganguly