scorecardresearch

বিরাট চমক রূপম-অরিজিতের, ‘২ ঈশ্বরের যুগলবন্দি’ নয়া ঘোষণায় আবেগপ্রবণ ভক্তরা

শনিবার রাতে ‘হ্যাপি অ্যাকসিডেন্ট’! এবার রূপম-অরিজিতের নতুন ঘোষণায় উত্তাল নেটপাড়া।

Rupam Islam, Arijit Singh, Rupam Arijit, Arijit singh fans, Fossils, Fossils Fans, tollywood news, রূপম ইসলাম, অরিজিৎ সিং, রূপম অরিজিৎ, ফসিলস, বাংলা রক মিউজিক, টলিউডের খবর
একসঙ্গে কাজ করতে চলেছেন রূপম-অরিজিৎ, শুনে ভক্তদের উল্লাস!

শনিবার রাত। অ্যাকোয়াটিকায় অরিজিৎ সিংয়ের কনসার্ট। এক ম্যাজিকাল মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা। মঞ্চে ‘ফসিলস’-এর গান গাইছেন অরিজিৎ। এদিকে দর্শকাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন রূপম ইসলাম। স্টেজের দিকে এগিয়ে যেতেই অরিজিৎ তার দিকে এগিয়ে দিলেন মাইক। রূপম-অরিজিৎ একসঙ্গে কণ্ঠ ছাড়লেন- ‘এই একলা ঘর আমার দেশ..’। বাকিটা অনুষ্ঠানের পাঁচ দিন বাদেও সোশখ্যা ওয়ালে ঘুরছে। অনুরাগীদের উন্মাদনা দেখে দুই গায়ক এবার নতুন কাজের ঘোষণা করলেন।

বুধবার রাতে সকলকে চমকে দিয়ে নতুন কাজের কথা ঘোষণা করলেন অরিজিৎ সিং এবং রূপম ইসলাম। আর সেই খবর শুনেই সোনায় সোহাগা ভক্তরা। এদিন রূপম ইসলামের বাড়িতে যান অরিজিৎ। সেখান থেকেই একটি ভিডিও করেন রকস্টার। পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ভারত সেরা গায়ক।

রূপম ইসলাম, অরিজিৎ সিং

রূপম জানান, “নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ আসছে? হ্যাঁ, আসছে। বিস্তারিত পরে জানবেন। আপাতত এটুকুই থাক।” এই ভিডিও দেখেই উত্তেজনায় ফুটছেন ভক্তরা। রূপম বললেন, আগের দিন ঘটনাটা ঘটেছে, সেটা হ্যাপি অ্যাকসিডেন্ট। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। কিন্তু এবার আমরা একসঙ্গে আসছি। আগে সবসময়ে এমন ঘটেছে যে, আমি স্টেজে তো অরিজিৎ অডিটোরিয়ামে। কিংবা উল্টোটা। তবে এবার নতুন কিছু আসছে।

সেদিনের শোয়ে দুই তারকার যুগলবন্দি নিয়ে যেভাবে লেখালেখি চলছে, তাতে বেজায় খুশি রূপম ইসলাম। আর সেখান থেকেই হয়তো একসঙ্গে কাজ করার পরিকল্পনা। তবে শো না কোনও অ্যালবাম একসঙ্গে উপহার দিচ্ছেন অরিজিৎ-রূপম, তা এখনও জল্পনাতেই রয়ে গিয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rupam islam announces to work with arijit singh fans go ga ga over it