Advertisment

Rupam Islam-Fossils: 'কান মুলে ভাষা শিখিয়ে দেব...', অশ্রাব্য গালিগালাজের পরেই আজীবনের মত স্টেজ ছাড়লেন রূপম!

Rupam Islam concert: স্টেজের বাইরে গালিগালাজ, হাজারো সমালোচনার প্রাচীর পেরিয়েই বাংলা রক গানের নতুন প্রস্তাবনা করে দিলেন রূপম!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rupam islam, fossils, fossils concert

Rupam: রক গুরু রূপম/ ছবি-ইনস্টা

তিনিই শুধু গান গাইলেন না, সেদিনের রাতের ঘটনায় পাঠ পড়ালেন। তিনি শিল্পী, টানা দুই ঘণ্টা অনুষ্ঠান করার পর রূপমের ( Rupam Islam ) মুখে যখন অশ্রাব্য গালিগালাজ ঠাঁই পেয়েছিল তখন অনেকেই বলেছিলেন, শিল্পী হলেই বা কি? তাঁর মুখের ভাষা সংযত রাখা উচিত।

Advertisment

দুটো ছবি তুলতে গিয়েছিলেন এক ভক্ত। অনুরোধ করেছিলেন, দাদা একবার ফিরে তাকাও। তারপরই ঘটে সেই অদ্ভুত ঘটনা, রূপম মেজাজ হারান। তবে, যা উত্তর তিনি রানাঘাট কনসার্টে ( Fossils Concert ) দিয়েছেন সেটি আরও ভয়ঙ্কর। কল্যাণীর কথা উল্লেখ না করেই তিনি তাঁর অনুরাগীদের মন জয় করে নিলেন। যেখানে তাবড় তাবড় সব রক শিল্পীরা তাঁর কাছে ভাষা শেখার জন্য বলেছিলেন, সেখানে তাঁর মুখের ভাষা নিয়ে এত আলোচনা?

কী বললেন রূপম ( Rupam Islam Message in Concert )?

শিল্পী প্রথমেই ছবি তোলার বক্তব্য তোলেন। সেখানে তাঁকে স্পষ্ট বলতে শোনা যায়, আর যাই হোক! ছবি তোলাই মুখ্য উদ্দেশ্য তো? এখানে টিকিট কেটে সবাই অনুষ্ঠান শুনতে আসে। তাঁর মানে গানের সঙ্গে সঙ্গে ছবি তোলাটা একটা ফাউ। ঠিক আছে, ছবি তুলব! কিন্তু ২০ মিনিট সময় আমার। আমায় ২০ মিনিট দিতেই হবে। তখন আমি বুঝিয়ে দেব যে আমি আসলে কী... এখানেই থামলেন না তিনি। বরং আরও নানা কথা বললেন...

আরও পড়ুন - Rupam Islam : কনসার্টে গিয়ে অকথ্য গালাগাল, মেজাজ হারিয়েই ভক্তদের আক্রমন রূপমের!

দরাজ গলায়, চিৎকার করে নিজের জীবনের কথা বলতে লাগলেন তিনি। মানুষের উদ্দেশ্যে বললেন.. "আমার বাবা আমায় যখন বাংলা রক নিয়ে প্রশ্ন করেছিল, বলেছিল আমি তো ক্লাসিকাল গান গাই, তাহলে এসব কেন? আমি গিটার ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক...। হ্যাঁ, আমি অসভ্য - অপদার্থ! কিন্তু আমার জন্ম সফল। আমি সেই মানুষ। আগে শোননি? আগে জানতে না?" নিজের মুখের ভাষা প্রসঙ্গেও আওয়াজ তুললেন তিনি। বললেন...

"বিদ্রোহের ভাষা আগে শোনো নি? যাও গিয়ে শোনো। মহীনের ঘোড়াগুলির (Mohiner Ghoraguli ) তাপস, বাপী দা যা বলে গিয়েছিলেন যে রূপমের কাছে ভাষা শিক্ষা করা উচিত। সেই রেকর্ডেড কথা প্রসঙ্গে বলছি... আমার কাছে এসো! ২০ মিনিটে কান মুলে ভাষা শিখিয়ে দেব। বাংলা রক গানের একটা প্রস্তাবনা দিলাম এটা, মিলিয়ে নিও সবাই।"

যদিও, এই কনসার্টে রূপম ঘোষণা করেন এরপর আর তিনি নতুন করে শো নেবেন না। তিনি আর রক গান গাইবেন না। এবারের মতো কনসার্ট তাঁর শেষ কনসার্ট হতে চলেছে। আর এইসব শুনেই ভেঙে পড়েন তাঁর ভক্তকুল। রক গুরুদেবের কণ্ঠস্বর আর উদযাপিত হবে না? যদিও রূপম সিদ্ধান্ত পাল্টাতে পারেন, এমনটাই ধারণা তাঁদের।

Rupam Islam tollywood Entertainment News
Advertisment