Rupam Islam statement: রূপমের কথা শুনে রেগে আগুন হয়েছিল নেটপাড়া। তাঁকে অশ্রাব্য গালিগালাজ দিতে দেখেই অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু, রূপম ( Rupam Islam ) নিজেই জানালেন তাঁর এই গালাগাল দেওয়ার সঙ্গে যোগ রয়েছে তাঁর বাবার। এমনিও বাবার বেশ কদর করেন রূপম।
তাই তো, সেদিন যে গালাগাল দিয়েছিলেন সেটি পিতৃ সূত্রে পাওয়া বলেই জানান দিয়েছেন তিনি। সমস্ত ফ্যানদের সামনে দাঁড়িয়ে তিনি এমন কিছু বলেন যাতে হেসে ওঠেন বেশিরভাগ। তাঁর বাবা তাঁকে গালাগাল দিতেন, সেই থেকেই তিনি শিখেছেন। প্রকাশ্যে কী কী বললেন রূপম, যাতে অবাক হয়ে গেলেন সকলেই। শিল্পী বললেন...
"বাংলার বুকে কিন্তু এর থেকেও খারাপ অশ্রাব্য গালিগালাজ রয়েছে। কিন্তু আমি সেগুলো দিই না। আমি যে গালাগালিটা দিয়েছি। ওটা আমার বাবা আমায় দিতেন। সুতরাং, এটা আমি পিতৃসূত্রে পেয়েছি। এবার যদি এই গালাগালিটা ভুল হয়। তবে, আমার বাবা ভুল। আমিও ভুল। আমি যেখান থেকে এসেছি সেটা ভুল। তাহলে কথা বলা বন্ধ করে দিতে হয়।"
আরও পড়ুন - Rupam Islam : ‘মানুষ শুনবে বলে তো গাই না…’, রাগের চোটে গিটার ভেঙে ফেলেন রূপম!
এখানেই শেষ না, গালাগালির সঙ্গে ভদ্রতা অভদ্রতার প্রসঙ্গ টানলেন তিনি। রক সঙ্গীত কারা বানায়? শিল্পী বললেন, আজ অবধি কোন ভগবান রক সঙ্গীত বানিয়েছেন বলুন তো। ভাল ভাষা দিয়ে রক সঙ্গীত বানিয়েছেন কে? আমরা আমাদের সমাজকে তো বর্জন করে দিতে পারি না। খারাপ থেকেই তো রোজ মিউজিক জন্ম নেয়। সবটাই ভাববার বিষয়।
উল্লেখ্য, শিল্পী বরাবরই বেশ ঠোঁটকাটা স্বভাবের। নিজের করা মন্তব্যের জেরে স্টেজে উঠেই পাঠ পড়িয়েছিলেন তিনি। কীভাবে ভদ্র ভাষা শেখাবেন সেই নিয়েও তিনি নানা কথা বলেন। এমনকি এও বলেন, "কান মুলে ভাষা শিখিয়ে দেব"।