Advertisment

'লিখে নে, বাংলা রক হত না...', স্টেজে মত্ত রূপম ইসলাম! যা নয় তাই বললেন শিল্পী?

কী এমন বললেন রুপম?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rupam islam fossils slang use statement tollywood news bangla band

Rupam-Fossils: অকথ্য গালিগালাজ করার পরেও রূপম বললেন...

পায়ে জোরালো চোট লেগেছিল তাঁর। লিগামেন্ট এর যন্ত্রণা ভুলে গিয়েই রূপম ক্রমাগত গান গাইছিলেন স্টেজে। তবে, এবার যে ধরনের আচরণ তিনি করলেন...

Advertisment

মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন রূপম। যারা তাঁর শো দেখেন তারা জানেন, স্টেজে তিনি নানা কান্ড কীর্তি করেন। উত্তেজনায় তিনি যেমন লম্ফোঝম্পো করেন তেমন, দৌড়াদৌড়ি করতেও দেখা যায় তাঁকে। এবার, মাইক হাতে নিয়েই যা চিৎকার করলেন তিনি, তাতে সামনের দর্শকদের উন্মাদনা ছিল দেখার মত। কী বললেন রুপম..?

একদিকে যেমন তিনি গাইছেন, অন্যদিকে তাঁর বয়ানে যা শোনা গেল তাতে উচ্ছাসের সীমা নেই দর্শকআসনে। বরাবরের মতো তিনি স্টেজে গাইতে গাইতে সকলের সঙ্গে কথা বলতে লাগলেন। রুপম চিৎকারের সঙ্গে বললেন...

তুমি যদি পাগল হও তবে, আমি এর থেকে আরও বড় পাগল। এক কলি গাইছেন, আর বাকিটা নিজের কথা বলছেন। শিল্পী বললেন, আমায় তোমরা চেনো না। আমি যদি পাগল না হতাম তবে, আজকে এই মঞ্চে এভাবে আসতাম না। এরপরে, আরও দু কলি গাইলেন। বাংলায় ব্যান্ডের সূচনা হয়েছিল, সেই মহীনের ঘোড়াগুলির হাত ধরে। তারপর, অনেক ব্যান্ড এসেছে, অনেক আবার পরিস্থিতির কারণে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু, ফসিলস এর গান মানুষের মনকে যেভাবে ছুঁয়ে গিয়েছে তাতেই এর অর্থ এবং জনপ্রিয়তা সকলের কাছে পরিষ্কার।

রুপম আবার থেমে বললেন.. "আমি যদি পাগল না হতাম, তবে বাংলা রক হতো না... হতো না বাংলা রক! লিখে নে..." রুপমের এই বক্তব্যের পর, দর্শক মহলে চিৎকার। হইহই রব ওঠে। শিল্পীর কথায় সহমত হন অনেকেই। বর্তমানে, গোটা বাংলা জুড়ে তিনি কনসার্ট করে চলেছেন। আর তাঁর গানে বুঁদ গোটা বাংলা।

Rupam Islam tollywood Entertainment News
Advertisment