Advertisment

Rupam Islam : 'মানুষ শুনবে বলে তো গাই না...', রাগের চোটে গিটার ভেঙে ফেলেন রূপম!

Rupam islam news : মানুষ শুনলেই আমি গ্রহণযোগ্য..? প্রকাশ্যে প্রশ্ন করেন রূপম, তারপর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rupam islam, fossils, fossils concert

Rupam: রক গুরু রূপম/ ছবি-ইনস্টা

Rupam Islam about his father: 'অনেকে নাকি বলছিলেন আমার গান কেউ শুনবে না...', রূপম ইসলাম নিজের খেয়ালে বাঁচতে চেয়েছেন সবসময়। কিন্তু, আজও বাবার জন্য তাঁর সুপ্ত দুঃখ রয়েই গিয়েছে। ছেলেকে গান নিয়ে নানা কথা বলতেন, আর রূপম?

Advertisment

শিল্পী শেষ কিছুদিন ধরে বিতর্কের মধ্যে সময় পার করেছেন। কিন্তু তাতে কী? যারা তাঁকে ভালবাসেন তাদের কাছে তিনি সবসময় গুরু কিংবা রকের যাদুকর। একটা সময় যে রূপমকে তাঁর বাবা খবরের কাগজের পাতায় দেখতে চেয়েছিলেন সেই মানুষটা আজ মানুষের মণিকোঠায়। কিন্তু রূপমের আজও আক্ষেপ হয়। কেন?

শিল্পীর কথায়, বাবা চাইতেন তিনি বড় হোক। যেন মানুষের ভালবাসা তিনি পান, খবরের কাগজে ছবি বেরক। কিন্তু, রূপম, সে তো স্বাধীনচেতা। বাবার তাঁর সাফল্য দেখা হল না। মানুষের ভালবাসা পাচ্ছেন ছেলে, দেখা হল না। রূপম বলেন..

আরও পড়ুন - Rupam Islam: গাল-ভর্তি দাড়িগোঁফ, দেবকে দেখে চমকে উঠলেন রূপম! জন্মদিনের সন্ধেয় দিলেন তুখোড় উপদেশ..

বাবা আমায় গান নিয়ে নানা কথা বলতেন। কেমন গান গাই, এই নিয়েও ঝগড়া হতো। আমি বলতাম, মানুষ শুনবেন বলে তো আমি গাইছি না। একটা অভিমান ছিল আমার, অহংকার ছিল। আমি কি গাইছি সেটা নিয়ে আমার ভাবনা ছিল। লোকে শুনলে আমি গ্রহণযোগ্য নাহলে না, এটা ছিল না। বাবার সঙ্গে ঝগড়া হত। গিটার ভেঙে ফেলেছিলাম। কিন্তু, বাবা যখন আমায় অনুষ্ঠানে গাইতে শুনতেন তখন তাঁর খুব গর্ব হত।

কিন্তু, ছেলে যখন রূপম তখন বাবাকে তো তিনি স্টেজ শো চলাকালীন কিছু বলবেন এটাই স্বাভাবিক। প্রকাশ্যেই তাঁকে তানা দিতেন শিল্পী। রূপম বললেন, "আমি যখন স্টেজে গাইছি, বাবাকে শুনিয়ে বলতাম কেউ একজন বলত আমার গান কেউ শুনবে না। বাবা কি রেগে যেত? না! খুশি হত। হ্যাঁ, তখন ৫% লোক শুনত। এখন ৯০% লোক শোনে। সেটা তো, সময়ের ব্যাপার। আমার বাবার আরও কিছু বছর বাঁচা উচিত ছিল।"

উল্লেখ্য, কিছুদিন আগেই তিনি নিজের মুখের ভাষার কারণে আলোচনায় এসেছিলেন। যদিও, পরে তিনি একথা বলে দেন, কান মুলে ভাষা শিখিয়ে দেবেন। শব্দের ব্যবহার খুব ভাল জানেন।

Rupam Islam Fossils tollywood Entertainment News
Advertisment