Advertisment

গত ৭ দিন বাড়ির বাইরে যাননি! তবুও সপরিবারে করোনায় আক্রান্ত রূপম ইসলাম

স্ত্রী-পুত্রকে নিয়ে আইসোলেশনে গায়ক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rupam Islam, Rupam Islam covid positive, রূপম ইসলাম, সপরিবারে করোনায় আক্রান্ত রূপম ইসলাম, Bengali news today

রূপম ইসলাম

করোনায় কাবু টলিপাড়া। অতিমারীর তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই ভয়াবহ গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে দেশে। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিনিয়ত তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে। তবে শিল্পীদের মধ্যে যত দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে, তাঁরা সেরেও উঠছেন। এবার রূপম ইসলামের (Rupam Islam) কোভিড (Covid-19) রিপোর্ট পজিটিভ এল। তবে শুধু গায়রই নন, করোনা থাবা বসিয়েছে তাঁর স্ত্রী রূপসা ও ছেলের শরীরেও।

Advertisment

গত সাত দিন ধরে বাড়ির বাইরে পা রাখেননি রূপমা বা তাঁর পরিবারের কেউই। তবে তাতেও নিস্তার মেলেনি করোনার হাত থেকে। বুধবারই সপরিবারে কোভিডে আক্রান্ত হওয়ার খবর দেন শিল্পী। বর্তমানে স্ত্রী, ছেলে-সহ রূপমও বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন। সম্প্রতি RTPCR টেস্ট করিয়েছিলেন। মঙ্গলবার রাতে তার রিপোর্ট আসলে দেখা যায়, তিনজনেই করোনায় আক্রান্ত।

<আরও পড়ুন: ICU পর্যবেক্ষণেই রাখা হবে লতা মঙ্গেশকরকে, ‘সুরসম্রাজ্ঞী’র আরোগ্য কামনায় মমতা>

উল্লেখ্য, দিন কয়েক আগে রূপম ইসলামের স্টুডিওর তিন জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসায়, তখন থেকেই আইসোলেশনে রয়েছেন তাঁরা। গত দিন সাতেকে কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়নি। কারও সংস্পর্শেও আসেননি তাঁরা। অতঃপর আলাদা করে আর কাউকে টেস্ট করানোর কথাও জানাননি রূপম। তাঁর বাড়ির পরিচারকের মাস তিনেক আগেই কোভিড হয়েছে। তাই তিনি বিপন্মুক্ত। আপতত তিনিই করোনায় আক্রান্ত পরিবারের দেখাশোনা করছেন।

রূপম-রূপসার শারীরিক পরিস্থিতি এখন কেমন? প্রত্যেকেরই করোনা উপসর্গ রয়েছে। জ্বরে কাবু রূপম ইসলাম। তবে স্ত্রীয়ের শরীরের তাপমাত্রা স্বাভাবিক। তবে স্বামী-স্ত্রীকে কোভিড ততটা কাবু করতে না পারলেও তাঁদের ছেলের গায়ে প্রচণ্ড জ্বর। এছাড়া, খানিক সর্দি-কাশি রয়েছে। প্রত্যেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rupam Islam COVID-19 Entertainment News
Advertisment