/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/ruops.jpg)
কী কী হতে চলেছে সন্ধেয়?
আজই বিয়ে করছেন রুপাঞ্জনা। সমস্ত বিতর্ক সরিয়ে, নিয়ম পালন করেই গাঁটছড়া বাঁধছেন তিনি। পাত্র, টলিপাড়ার চেনা মুখ এবং দীর্ঘ দিনের বন্ধু রাতুল মুখার্জি। সকাল থেকেই বসেছে বিয়ের আসর।
অভিনেত্রী হলুদ রঙের পোশাক এবং ফুলের সাজে সেজে উঠেছেন গায়ে হলুদের সময়। শুধু তাই নয়, নিয়ম মেনে সবটাই হচ্ছে সকাল থেকে। মনের মানুষকে সঙ্গে পেলে সবটাই ভালমত হয়। এখানেই শেষ না। সন্ধেবেলায় থাকছে নানা আয়োজন।
আমন্ত্রণ গিয়েছে অনেকের কাছেই। সাড়ে ছয় বছরের সম্পর্ক যখন পরিণতি পেতে চলেছে তখন সেখানে সাক্ষী থাকবেন অনেকেই। এমনকি, অভিনেত্রী এও জানিয়েছিলেন যে, ছেলে এবং তিনি অতীত ভুলে এগিয়ে গিয়েছেন। রাতুলের সঙ্গে প্রেম তারপর বিয়ের সিদ্ধান্ত - পরিবার বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়েই সবটা হচ্ছে।
কী কী হচ্ছে সন্ধেয়?
রূপাঞ্জনা এবং রাতুল দুজনেই সাজবেন সিঁদুর রঙ্গা শাড়িতে। কারণ, বিয়ের অনুষ্ঠানের জন্য এর থেকে সুন্দর রং আর তাদের মনে ধরেনি। সাবেকি সাজেই সাজবেন তিনি। বিকেলের লগ্নেই বিয়ে। অভিনেত্রীর আনন্দ ধরছে না। বিয়ের আগেই কালীঘাটে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন তিনি।
প্রসঙ্গত, অভিনেত্রীর এর আগে একবার বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। ছেলে গর্ভে থাকা অবস্থায় নানা কিছু দেখেছেন তিনি। একলা সময় কাটিয়েছেন। কিন্তু, আজ আবার এতবছর পর একসঙ্গে একটি মানুষের সঙ্গে পথ চলার সিদ্ধান্ত। এমনকি মায়ের বিয়েতে আহ্লাদে আটখানা তাঁর ছেলেও। রাতুল পছন্দ করেই ছেলেকে পোশাক কিনে দিয়েছেন।