/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/rupanjana.jpg)
anurager chowa: রুপাঞ্জনার আইবুড়ভাতের আয়োজনে কী কী ছিল?
অবশেষে শুভ দিন আসন্ন। বিয়ের পিঁড়িতে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ( Rupanjana Mitra wedding )। দীর্ঘদিন, সম্পর্কে থাকার পর এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।
নতুন করে নতুন শুরু হওয়ার অপেক্ষা শুধু। প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। পাহাড়ে গিয়ে, বাগদান সেরেছিলেন তারা। মধ্যে পেরিয়ে গিয়েছে অনেকটা পথ। এবার নিয়ম মেনে গাঁটছড়া বাঁধার পালা। বিয়ের আগেই আইবুড়োভাত খাওয়া শুরু করে দিয়েছেন রূপাঞ্জনা।
পরনে গোলাপী রঙের শাড়ি, হালকা সাজ - কাছের মানুষটির সঙ্গেই তিনি ঘনিষ্ঠ হয়ে মিষ্টি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন অনেকেই। আর তাঁর সঙ্গী রাতুলের আনন্দ ধরছে না। তাই তো তিনি লিখলেন...
"প্রিয় ঝিমলি, আমরা খুব খুশি এবং অভিভূত যে তুই এতসুন্দর করে আমাদের বিয়ের আগে আইবুড়োভাত আয়োজন করেছিস।" ফুলের ডেকোরেশন, প্রদীপ - ধান দুর্বার পাশাপাশি, কী কী ছিল সেদিন মেনুতে? পায়েস তো ছিলই। এছাড়া ছিল, লুচি, ভাত, ফিশ ফ্রাই, মাংস আরও অনেককিছু।
অন্যদিকে, এমন একটি সারপ্রাইজ পেয়ে বেশ খুশি রূপাঞ্জনা। আদ্যোপান্ত সুন্দর সাজগোজ করে সে হাজির হয়েছিল আইবুড়োভাত খেতে। এক সন্তানের মা অভিনেত্রী। কিন্তু, জীবন সম্পর্কে বরাবরই ভীষণ পজিটিভ। সহজ কথা, সোজা করেই বলতে তিনি ভালবাসেন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ন ভূমিকায়।